![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শহিদ আলতাফ হোসেন ও রসিক আলী
লুৎফুর রহমান
'বড়ভাই লীগের নেতা আলতা কে তাই ধর
এক নিমিষে দে পুড়িয়ে ওদের বাড়ি-ঘর।
লীগের নেতা সিরাজ গেছে ভারতে যে পালিয়ে
যা রাজাকার ভাইরা সবে দে বাড়িটা জ্বালিয়ে।'
সিলেট জেলার জৈন্তাপুরের নিজপাটের ওই গাঁয়
সিরাজের ভাই ধরতে তখন সব রাজাকার যায়।
সিরাজের ভাই আলতাফ এবং সাথি রসিক ধরে
সব রাজাকার মিলে সেদিন ফুর্তি সুখের করে।
অবশেষে দিলো তাদের পাক বাহিনীর হাতে
নিঠুর পাকি চালায় গুলি তখন সাথে-সাথে।
প্রাণদুটি ভাই কাড়লো সেদিন পাকহানার ওই গুলি
জৈন্তাপুরে থাকলো পড়ে তাঁদের মাথার খুলি।
____________________________________
** সিলেট জেলার জৈন্তাপুর থানায় গিয়ে পাকবাহিনী এদেশীয় দোসরদের জড়ো করে। পাটগ্রামের আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন কে ধরতে রাজাকাররা হন্য হয়ে খুঁজে। তিনি ভারতে পালিয়ে যান। রাজাকাররা তাঁর বাড়িয়ে হামলা চালালে পালিয়ে যেতে ব্যর্থ হন তার ভাই আলতাফ হোসেন ও সাথি রসিক আলী। রাজাকাররা তাদের ধরে এনে পাকবাহিনীর হাতে তাঁদের সোপর্দ করে। সাথে সাথে গুলি করে তাদের হত্যা করা হয়। তথ্যসূত্র: সিলেটে গণহত্যা: তাজুল মোহাম্মদ, পৃষ্ঠা-৮৫।
©somewhere in net ltd.