![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ভাল্লাগেনা
লুৎফুর রহমান
ভাল্লাগেনা, ভাল্লাগেনা
ছন্দ ছড়ায় তাল লাগেনা
বাক্য গড়ায় কাল লাগেনা
দিনযাপনে হাল লাগেনা
ঘরের উপর চাল লাগেনা
হায়-
মন্দ লাগা চারিদিকে
পুড়ে পুড়ে খায়।
মরিচ খেয়ে ঝাল লাগেনা
কফি পানে গাল লাগেনা
আরেক গাছের ছাল লাগেনা
মরণ এলে সাল লাগেনা
ভাল্লাগেনা, ভাল্লাগেনা
আর-
ঘরের চিন্তা,পরের চিন্তা
করে ছারখার।
©somewhere in net ltd.