![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বিষয়ের দ্বন্দ!
লুৎফুর রহমান
বাংলা-গণিত-বিজ্ঞানেতে লাগলো যখন দ্বন্দ
সেদিন খেকে ইশকুলেতে পড়াশোনা বন্ধ।
গণিত বলে আমার আছে যোগ, বিয়োগ ও ভাগ
এসব শোনে বিজ্ঞানেরই ওঠলো অনেক রাগ।
পৃথিবীটা সূর্যলোকের চারদিকে ক্যান ঘুরে
বলো গণিত ক্যামনে যাবে অচিন চাঁদের পুরে?
হেসে গণিত বল্লো শেষে জীবনটারে বুঝতে
আমায় ছাড়া পার পাবিনা হবে আমায় খুঁজতে।
বিজ্ঞান এবং গণিত শেষে লাগলো কঠিন যুদ্ধ
নিরব থাকে ক্লাস এবং পুরো ইশকুল সুদ্ধ।
বাংলা এসে বল্লো শেষে থামাও থামাও দ্বন্দ
আমার আছে বর্ণমালা পদ্য-ছড়ার ছন্দ।
গণিত এবং বিজ্ঞানেতে অবাক হয়ে দেখে
বাংলা বলে আমায় পড়ে কথা বলাই শেখে।
থামলো সবাই ইশকুলেতে শুরু হলো পড়া
সবাই সবার গুণে অতুল বন্ধ হলো লড়া।
২| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৮
ব্লগ সার্চম্যান বলেছেন: বেশ ভারি সুন্দর ছড়া ।