![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শহিদ নূর হোসেন
লুৎফুর রহমান
একটি ছেলের বয়স ছিল ছাব্বিশে
প্রতিবাদে নামলো পথে ভাব বিষে।
খালিগায়ে দেশের বুকে সাতাশির এই দিনে
জীবন দিলো রাজপথে ভাই সবাই তাঁরে চিনে।
নামটি তাঁর আলোয় ভরা নামটা হলো নূর
জীবন দিয়ে ফুটিয়ে দিলো দেশে নতুন ভোর।
'গণতন্ত্র মুক্তি পাক' উদোম বুকে লেখে
দাঁড়িয়ে আছে একটি ছেলে বিশ্ববাসি দেখে।
সাতাশির ওই নভেম্বরের দশ তারিখের দিন
জীবন দিয়ে শোধ করলো গণতন্ত্রের ঋণ।
নূর হোসেন চেতনাতে আজো মশাল জ্বালায়
প্রতিবাদি পোস্টারেতে স্বৈরাচারি পালায়।
এখন দেশে বড়ই অভাব বীর ছেলেদের পাই
কেউ আছো কি হবে তুমি নূর হোসেনের ভাই?
২| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
চলন বিল বলেছেন: দিবস। 'স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক' স্লোগান লিখে শহীদ হয়েছিলেন নূর হোসেন। তার সেই আত্মত্যাগ কতটুকু সফল হয়েছে সেই হিসাব মিলিয়ে দেখার সময় আজ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শহীদ নূর হোসেন দিবস আজঃ বিকশিত হোক মুক্ত গণতন্ত্রের চর্চা