![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
মানুষ হতে চাই
লুৎফুর রহমান
মানুষ হবার ইচ্ছে ছিল, বুকে ভীষণ আশা
ভালো হয়ে লুটবো হাজার লোকের ভালবাসা
আলোর পথে হাঁটতে থাকি, সেই আশাটা ধরে
মনের মাঝে পদ্ম ফোটাই, অনেক যতন করে।
মানুষ হবার বড়ই আশা, মানুষ হতে চাই
আলোর ধারে ভালোর ধারে তাইতো ছুটে যাই
কিন্তু বয়স বাড়ছে কেবল, মানুষ হলাম কই
দিনে-দিনে হেলায় সময় যাচ্ছে সখা-সই।
ছোট্টবেলায় বলতো মায়ে-খোকা বড় হবে
নাম কামাবে বাজান ওরে আমাদেরই ভবে
বলতো বাবা-মানুষ হবে আমার বড় ছেলে
অন্ধজনে দেবে আলো নতুন প্রদীপ জ্বেলে।
বাবা-মায়ের আশাগুলো করছি কী আর পূরণ
মাথার উপর আকাশ নামে দেয় যে মাথা ঘুরণ
দেশের লাগি দেশান্তরি, পরদেশেতে থাকি
আধা জীবন গেলো চলে আধা কেবল বাকি।
তাইলে কী জীবন আমার এমনি যাবে চলে
মানুষ আমি হবো কখন "মানুষদেরই দলে"
চলার পথে পেলাম অনেক ভালবাসার জন
বুকে টেনে নিয়ে সবাই করেছেন আপন।
কেবল নিলাম, দিলাম কিযে হিসেব কষি আজ
শূণ্য দেখি দেয়ার বেলায় কিংবা আমার কাজ
বুকের মাঝে স্বদেশ আমার, মা-মাটি আর দেশ
জন্ম নিছি যেথায় আমি সেথায় যে হোক শেষ।
ভালো কিছু করবো ভেবে, বাঁচার তাগিদ পাই
মানুষ হবার সহজ উপায় কেউ জানো কি ভাই?
ইচ্ছে কেবল মানুষ হয়ে মরতে আমি চাই।
দুবাই, ১০ জুলাই ২০১১ (আমার ২৫ তম জন্মদিনে লেখা)
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬
ফয়েজুল্লাহ্ বলেছেন: সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামি সমাজ বাস্তবায়িত করা