![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে গণহত্যা
লুৎফুর রহমান
এনসি স্কুল পড়ার ভূমি
প্রাণটা দিলেন ফটিকে
কত্তো ছেলের প্রাণ গেলো
পাইনি খবর সঠিকে।
ফটিক কে যে ধরিয়ে দিলো
রাজাকার মকবুলে
বাড়ি দখল এই লোভেতে
পশুটা যে হক ভুলে।
পাইছি যে নাম ইতিহাসে
শফিক, শামসু, সত্য যে
নৃপেশ ছাড়াও অসংখ্য সব
নাম বলবো কত্য যে।
রক্ত সবার যায়নি বৃথা
রক্তে স্বাধিন ভূমি রে
হার মানলো বীরের কাছে
রক্ত খেকো কুমিরে।
______________________________
** কুলাউড়া নবীন চন্দ্র (এনসি) উচ্চ বিদ্যালয়ে পাকবাহিনী নির্যাতন কেন্দ্র বানায়। অসখ্য মানুষ হত্যা করে এখানে এনে। কুলাউড়ায় মোট ৪৫০ জন গণহত্যার স্বীকার হয়েছেন। এখানে কতোজনকে মেরেছে তার সঠিক সংখ্যা ও তথ্য পাওয়া যায়নি। তবে রাজাকার মকবুল কাদিপুরের বিধানকৃষ্ণ সোম যিনি এলাকায় ফটিক ডাক্তার নামে পরিচিত ছিলেন তিনার বাড়ি দখলের হীন উদ্দেশ্যে পাকবাহিনীর হাতে তাঁকে ধরিয়ে দেয়। গুলি করে হত্যা করা হয় তাঁকে। এরপর এখানে কুলাউড়া কলেজের ছাত্র শফিকুর রহমান, কমলগঞ্জ থানার সৈয়দ শামসুদ্দিন, সত্যরঞ্জন দাস ও নৃপেশরঞ্জন দাসকেও হত্যা করা হয়।
©somewhere in net ltd.