![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
রাজকুমার !
(আদরের ছোটভাই সাইদুর কে)
লুৎফুর রহমান
বিলিভ ইট আর নট!
এই ছবিতে আছে যেজন
খুলছি এবার ঝট।
দুই হাজারের এগারেতো
ছিল সে যে পিচ্ছি
চৌদ্দ সালে বড় হলো
এবার বলে দিচ্ছি।
ও বুড়া তুই জলদি কেন
বড় হয়েই গেলি
আমার কাছে সেই ছোটভাই
দৌড়ে কাছে এলি।
তোরে ছড়া শোনিয়ে দিতে
ছড়ায় আমার শুরু
ঘুম পাড়াতাম ছড়া দিয়ে
মনে আছে পুরো?
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪
লুৎফুরমুকুল বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৩
বাংলার ফেসবুক বলেছেন: আমি এক উদাসী পাখি
নিঝুম রাতে নদীর তীরে
করি ডাকাডাকি।