![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
স্বার্থপর!
লুৎফুর রহমান
কাজটা ছিল অনেক সোজা
চাইলে তুমি পারতে
ক্যান করোনি জানি আমি
ছেদ পড়েছে স্বার্থে।
সবাইকে যে বুঝা হলো
বাকি যে নেই আর তো
সবাই আগে দেখে কেবল
নিজের আপন স্বার্থ।
স্বার্থছাড়া নেই কিছু নেই
আজকালের এই ধরায়
স্বার্থ আছে বন্ধুতারও
এবং নামাজ পড়ায়।
সবাই সবার পথে অটল
চাইবে না কেউ হারতে
বদলে যাবে কাছের মানুষ
লাগলে আঘাত স্বার্থে।
দেখো দেখো মনটা বলে
এখন আমি তার তো পর
কারণ জিগাও বলবে মনে
একটা কারণ স্বার্থপর।
দোষটা আমার এবং তোমার
দোষ কেন দেই পার্থ কে
আসুন সবাই করি জবাই
নিজের আপন স্বার্থ কে।
©somewhere in net ltd.