নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

অতিথি পাখি

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

অতিথি পাখি


★★★★ (বাংলা লতিফা-৬)★★★★★
এক অতিথি পাখি আমি,বিশ্বভ্রমে ছুটে চলি অবিচল,
শূন্যতার অভয়ারণ্যে,অবলীলায় গড়ি আবাসস্থল।

ঝড়-তুফান রুখতে পারে না,নির্মল প্রাকৃতিক সঙ্গম,
নীড় খুঁজা বৃথা আস্ফালন,চলে শৈল্পিক বুনন-সায়ন।

দেশ হতে দেশ ঘুরি,অবিরাম মত্ত মায়াবি সুখের সন্ধানে,
ভুলে যাই;মৌসুম শেষে গন্তব্যে ফিরতে হবে সবিনয়ে।




১১।০৯।২০১৮
রহমান লতিফ

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা অতিথিদের খেয়ে ফেলে

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

বলেছেন: শুধু অতিথিদের না নিজে নিজেকেই খেয়ে ফেলে
আপনার তো স্যার অভিজ্ঞতা আছে ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে, রাষ্ট্র, সমাজে সবাই শুধু খাই খাই করে এসব নিয়ে লিখবেন আশাকরি শুধু রাজনৈতিক পোস্ট আপনার কাছ থেকে আশা করি না।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:



রহমান লতিফ ভাই; অতিথি পাখি এখন আর অতিথি হয় না, ভয়ে৷ কবিতায় বাস্তবতার মিল আছে৷

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

বলেছেন: স্যার, অতিথি পাখি এখানে রূপক অর্থে বলা হয়েছে, ভয়ে তো জীবন থেমে থাকে না। আপনার মন্তব্যের জন্য হৃদয় থেকে ভালোবাসা

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

সনেট কবি বলেছেন: লতিফা ভাল হয়েছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

বলেছেন: স্যার, আপনি সনেট লিখেন আর আমি লতিফা লিখে চলি, আল্লাহ ভরসা,

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

সৈয়দ ইসলাম বলেছেন:


এই ভুলে যাওয়াতেই আনন্দ
এখানেই আছে সুখ,
নির্মল ভালবাসা লেপ্টে থাকে সেথায়
হয়ে সুমধুর।।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২

বলেছেন: বাহ @ সৈয়দ ইসলাম

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
প্রানবন্ত।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সুহৃদ যুবরাজ

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লেগেছে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯

বলেছেন: আমার ব্লগে স্বাগতম

মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬

জুন বলেছেন: আমার বারান্দায় কিছু শালিক টিয়া বুলবুলি চড়ুই খাবার খেতে আসে । আমি বলি ওরা আমার অতিথি পাখী । বাটিতে খাবার না দেখলে ডাকাডাকি করে ওদের ভাষায়। কখোনো জানালার কাচে টুক টুক আওয়াজ তোলে । তারপর খেয়ে দেয়ে ফুরুৎ। অতিথি পাখি নিয়ে আপনার কবিতাটিও অনেক ভালোলাগলো।
+

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০

বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: স্বাগতম ভাই।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৯

বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৯| ১৯ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:১২

ইসিয়াক বলেছেন:



অপূর্ণ জীবন
-------------
মোঃ রফিকুল ইসলাম
=========
এক পথহারা পাখি খুঁজে ফেরে নীড় ,
পাওয়া না পাওয়ার মাঝে শত যাতনার ভীড় ।
অবশেষে যখন রাত্রি পোহালো ,
দেখে জীবনটি তার বড্ড অগোছালো ।।

ফুল যদি ফোটে বিকশিত হবার পূর্ব ,
রঙ রূপ তার হবেই তো খর্ব ।
সময়ের নিয়মে জীবন বয়ে যায় ,
কোন কোন জীবন কখনো ই পূর্নতা না পায় ।।

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০১

বলেছেন: দারুণ অইছে।।।

পোস্ট দেন।।।

১০| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১০

ইসিয়াক বলেছেন: আপনাকে খুশি করতে পারলে নিজের জীবনকে স্বার্থক মধে হয়।
মুগ্ধতা।
৥প্রথম পেজে পোষ্ট রয়ে গেছে । সন্ধ্যায় পোষ্ট দেব প্রিয় ভ্রাতা।
দোয়া রইলো।

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৩

বলেছেন: ইউ আর এ গুড ম্যান।।।।


আল্লাহ সকলের মঙ্গল করুন।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.