নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

অনুভূতিগুলো আজ

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

অনুভূতিগুলো আজ
*****************

অনুভূতিগুলো আজ,বড্ড নিশ্চল-ভোঁতা ও প্রানহীন,
কল্পনার জগৎ আজ,কিয়দাংশ বা পুরোটাই বোধহীন।

সমুদ্রের প্লাবন কিংবা জলোচ্ছ্বাসকে আজ মনে হয়,অব্যক্ত আর্তনাদ!
ঝর্নার জলধারাকে মনে হয়,যেন কাকতাড়ুয়ার কর্কশ স্বর ।

অসহ্য ব্যাথা-বেদনায় কাতর না হয়ে,বরং বিদ্রুপের হাসি হেসে চুপসে যাই,
কুকুরে মানুষে একসাথে-একপাতে খায়,তা দেখে রুদ্ধ কপাট বিবেক সায় দেয় না।

পুকুর, ডোবায়,ঝাঁপের আড়ালে রমণীয় কোমল দেহ দেখে মনে হয়,
প্রস্হান হলো চলনশীল সমাজে অসামঞ্জস্যপূর্ণ খাপছাড়া ললনার।

আজ মহাসড়কে,মহাসমাবেশে মানুষের মৃত্যুর মহামারী দেখে,
মহাস্থবির জাতক প্রাণী হয়ে সাঁতার উপভোগ করি রক্ত নদীতে।

হয়তো,
আটপৌরে গতানুগতিকতার খোলসে আবৃত মানুষ আমি,
অবচেতন মনে হয় সব ইন্দ্রিয়,স্নায়ু,কোষ ও কণা।
নয়তো,
অতিমাত্রায় ডিজিটাল হতে হতে অবশেষে হয়ে গেছি মৃত সাগর।
অনুভূতিগুলো হয়ে গেছে শীতল ঢেউ আর নীথর বহমান ধারা।

"রহমান লতিফ "
২০শে,সেপ্টেম্বর ২০১৮

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে। +

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

বলেছেন: ভাল লাগায় আপ্লুত, ভালো থাকবেন

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর লিখেছেন ল ভাই। +++

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

বলেছেন: কৃতজ্ঞ প্রিয় অনুজ, আপনি একজন একটিভ ব্লগার আপনার মন্তব্য ও প্লাস প্রণিধানযোগ্য।
ভালোবাসা

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

চিটাগং এক্সপ্রেস বলেছেন: কবিতা লিখার অনুভূতি কেমন

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

বলেছেন: থেমে থেমে চলে ট্রেন,
হয়তো খেই হারিয়ে হয়তো পথ ভুলে,
তবুও চলছে কাঁচা পাঁকা কবিতার দিনগুলি,

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

জাহিদ অনিক বলেছেন: সময়ের ব্যস্ততায় ও অধুনিকতায় অনুভূতিগুলো আজ সত্যিই বিপন্ন

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮

বলেছেন: প্রিয় কবি এইমাএ আপনার একটি অনুভূতি জাগানিয়া চমৎকার একটা কবিতা পড়ে আসলাম।
কে গে সে? তার দেখা কি হলো?
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

জাহিদ অনিক বলেছেন:


লেখক বলেছেন:
কে গে সে? তার দেখা কি হলো?


যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে. এই নব ফাল্গুনের দিনে-- জানি নে জানি নে

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

বলেছেন: সে আসুক কোন এক
স্ব মোহিত কুসুম ভোরে
বিকেলের শুভ্র মৃদু বাতাসে।
গুুধুুলী সন্ধ্যায়,
★তারা ভরা রাতে ★

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

কর্পোরেটের সঙ্গে পাল্লা দিয়ে অনুভূতির যেন বিলোপ ঘটছে। আগামীতে হয়তো একটি লুপ্তপ্রায় শব্দে পরিনত হবে।

কবিতা ভালো হয়েছে।

শুভেচ্ছা নিয়েন ।


২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

বলেছেন: প্রিয় পদাতিক ভাই,

আপনার মতো কোমলপ্রাণ নীতিবাদী একজন লোক থাকা অবস্থায় এই পৃথিবী অাপন ধারয় বহমান হবে।
আর প্রযুক্তি আমাদের হয়তো আমাদের ভালোলাগার অনুভব অনুভৃতিগুলো কেড়ে নিয়ে যাচ্ছে।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:



সুখপাঠ্য ; দারুন ছন্দময় কবিতা ৷+++ শুভ রাত্রি, রহমান লতিফ ভাই ৷

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

বলেছেন: আপনার মতো একজন একাডেমিক লোকের কাছ থেকে এমন প্লাস আর প্রশংসা ভোঁতা অনুভুতি খুঁরধার হয়ে ওঠে।
ধন্যবাদ প্রিয় ভাই

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১২

সৈয়দ ইসলাম বলেছেন:
এ এক আবেগ
তবে বাস্তবতায় ভরা,
আপনার এ কবিতায়
আমারো মনের কথা,
রয়েছে প্রিয় ভাই
অতি আদরে গাথা।।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

বলেছেন: সৈয়দ ইসলাম ভাই,
অনুভুতি তে বিরাট একটা শাবল দিলে এমন সরল মন্তব্যে।

ভালোবাসা রইল

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৬

চাঙ্কু বলেছেন: অতিমাত্রায় ডিজিটাল হতে হতে অবশেষে হয়ে গেছি মৃত সাগর।
অনুভূতিগুলো হয়ে গেছে শীতল ঢেউ আর নীথর বহমান ধারা।


হাঁচা কথা!! আমরা অতি ডিজিটাল হয়ে এখন টাল-মাটাল

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

বলেছেন: আমার মনে হয় ব্লগ পাড়ার আপনি একজন সম্মানিত পাঠক,
খুব যুক্তি ও সারাংশ তুলে ধরেন আপনি ছোট্ট ছোট্ট মন্তব্যের মাধ্যমে।

আপনা্কে সশস্ত্র পদাতিক বাহিনীর পক্ষ থেকে ★★★ গার্ড অব ওনার★★★

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

সনেট কবি বলেছেন: সুন্দর+

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট বিশারদ

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: রহমান ভাই কবিতা পড়ে আবেগে জর্জরিত হলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

বলেছেন: যুবরাজ,
এত পড়ার সময় কোথায় পান?
আবেগের কারণ টা জানতে পারলে হয়তো একাটা কবিতা লিখতে পারতাম।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

বাকপ্রবাস বলেছেন: চলমন অসংগতি, অপসংস্কৃতি, চাকচিক্যময় জীবনধারার সাথে মানসিক টানাপোড়নের কবিতা ভাল লাগল

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

বলেছেন: প্রিয় ছড়াকার দাদা,
আপনার অনুভুতিগুলো আসলেই তীক্ষ্ণ।
আপনার জন্য রইলো সফেদ ভালোবাসা।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ লতিফ ভাই
চমৎকার সব কবিতা!
আগে পিড়িনি বলে
আফসোস হচ্ছে!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

বলেছেন: নূর ভাই,
আপনার মতো গুণী মানুষের কাছে থেকে সুন্দর মন্তব্য পেয়ে অনুভুতির ষোলকলা পৃর্ণ হলো।
সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা রইলো

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

আখেনাটেন বলেছেন: কি চমৎকার করেই না মনের ভাবগুলো আপনারা প্রকাশ করেন?

অাসলেই তো অনুভূতিগুলো এখন ভোঁতা হয়ে গেছে, যাচ্ছে/

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

বলেছেন: আহারে!! গুণীজন যে টুস করে একটু অনুভুতি জাগিয়ে তোলে সুন্দর একটি মন্তব্যে।
এভাবেই বুঝি অনুভবের মাঝে ফিরে আসে অনুভুতির শান্ত পরশ।
আপনার অনুভুতিগুলো জাগ্রত থাকুক,
অনুভুতি জাগিয়ে তুলুক ব্লগ পাড়ায়।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

সৈয়দ ইসলাম বলেছেন:
এতো কিছু থাকতে আপনি শাবল খোঁজলেন কেন?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

বলেছেন: অনুভুতির কপাট ভাঙার জন্য লোহার তৈরি অস্ত্রবিশেষ।

মজবুত বুঝাতে শাবল খোঁজলাম

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৯

নজসু বলেছেন: কবে স্থির হবো আমরা?
কবে আমাদের হাহাকার থাকবেনা?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

বলেছেন: মৃত্যুর পরে যখন জীবন থেমে যাবে তখন শেষ হবে জীবনের হাহাকার,
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞ

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

আরোগ্য বলেছেন: অতিমাত্রায় ডিজিটাল হতে হতে সবাই আজ মৃত সাগর।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

বলেছেন: আপনার ভালোলাগায় আপ্লুত।
চলো সবাই এনালগ হই, বাদ দেই ডিজিটাল,

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫১

মাহমুদুর রহমান বলেছেন: হতাশার ছাপ রয়েছে প্রতিটি লাইনে লাইনে।খারাপ লাগলো খুব।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩২

বলেছেন: এই খারাপ লাগার মধ্যে নিহিত আছে তীব্র অনুভুতির সুপ্ত বাসনা।
আপনাকে বাক্স বন্দীী ভালোবাসা প্রিয় মাহমুদ ভাই।
ধন্যবাদ নিবেন।

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আধুনিক, অনলাইন জগতে অনুভূতি তো ভোতা হবেই তাইতো মুখ আমাদের আজ থোতা।

++++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১

বলেছেন: ধন্যবাদ নিবেন মাইদুল সরকার ভাই

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: ল ,




মানুষের জীবনে যে কতো সহস্র জটিলতা ! এর মাঝে অনুভূতিগুলো ভালো থাকে কি করে ?

ভোঁতা অনুভূতির কবিতা ভালো লিখেছেন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

বলেছেন: আপনার অনুভুতিগুলো আসলেই তীক্ষ্ণ

ধন্যবাদ নিবেন

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন। আপনার নেইম 'ল' কেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

বলেছেন: আপনাকে ধন্যবাদ @ফারিহা হোসেন প্রভা

আপনার নেইম 'ল' কেন --
সংক্ষিপ্ত রূপ--ল; লাইক লাভ .।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: হুম ভালো! !:#P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১

বলেছেন: আপনার প্রতি আমার শুভ কামনা থাকলো

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর অনুভূতি।।। ভালোবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.