নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

বড় অবেলায় নীড়ে ফেরা

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১:৫৩



প্রথমাংশ১-৩





পর্ব --৯
------------------------
মজনু দেশে ফেরৎ যাবার জন্য আবুলকে একটি টিকিটের ব্যবস্হা করার অনুরোধ করলো।স্যরের অবস্থা পরখ করে আবুল বললো,যেহেতু মজনুর পাসপোর্ট এখনো হোম অফিসে তাই তাকে বাংলাদেশ হাই কমিশন থেকে আউটপাসের একটি রিসিট নিয়ে আসতে হবে। মজনু পরদিন সকাল বেলা বাংলাদেশ হাইকমিশনে গিয়ে আউটপাস নিয়ে আসলো।
এবার মজনুর দেশে যাবার পালা।অনেক হ'য়েছে আর এক মুহুর্ত মায়ের কাছ থেকে দূরে থাকতে ইচ্ছা করছে না।শুধু মায়ের মুখটা ভেসে আসছে।মাকে খুব কাছ থেকে জড়িয়ে ধরার,মাকে একটিবার দেখার প্রবল বাসনা নিয়ে পরদিন দুপুরে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে মজুন দেশের উদ্দেশ্য রওয়ানা দিলো।


#শেষ পর্ব
------------

কাতার এয়ারলাইন্সে ঢাকা এসে তারপর বাসে করে যখন সিলেট এসে নামলো তখন রাত আনুমানিক তিনটা। এ কয়েক বছরে শহরের চিত্রটা অনেক বদলে গেছে।এখনো প্রায় সবকটি দোকানে বিক্রি চলছে।একটি ভেরাইটিজ স্টোরে ঢুকে দেখলো নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে রাখা।সেখান থেকে মায়ের প্রিয় দু'হালি জারা লেবু কিনলো।

সিলেট থেকে একটি সিএনজি ভাড়া করে যখন কোম্পানিগঞ্জে পৌঁছলো তখন রাত দ্বিপ্রহর।তাদের বাড়িতে দক্ষিণ পূর্ব পাশে পাশাপাশি বেড়া দেওয়া দু'টি কবরের মাটির বুকে শেষ রাতের চাঁদ এসে সাদা ঝিলিক দিচ্ছে মনে হচ্ছে যেন রাতের চাঁদ এই মাটিকে চুমু খেয়ে চলছে।
মজনু যখন বাড়িতে পা রেখলো তখন চারিদিকে মধ্যরাতের শুনশান নিরবতা।খুব কাছ থেকে কারো যেন কান্নার গোঙানির আওয়াজ সাথে ঝি ঝি পোকার শব্দ যেন নিরব রাতে করুন সুরে কান্নার স্রোত চলছে।সে এক আগন্তুক পথিকের ন্যায় থমকে দাঁড়ায় উঠোনের মাঝে। এমনি এক রাতে সে বাড়ি ফিরছিলে মাকে ডাক দেবার আগেই মা দরজা খুলে হাজির।মা বলতো তুই এসেছিস মজনু আমি বুঝতে পারছিলাম।ছেলে বাড়ির আঙিনায় পা রাখলে মায়ের আত্মা বুঝতে পারে ছেলে তার কাছে এসেছে।মা এখনি ছুয়ে দেখতে পারবে মা- ছেলেকে পাবে ছেলের আদর।মা যে বুঝতে পারে আদরের সন্তান তার কাছে চলে এসেছে।
আজ কেউ দরজা খুলে না।মা কি আজ তার আসার খবর জানলো না?এবার নিশ্চিত হলো কেন তার আদরের বোনটি কেঁদেই চলছে,মজনুও কাঁদছে,রাত,কাঁদছে,আকাশের চাঁদ কাঁদছে,বাড়ির মাটি,গাছ,ঘর সবকিছু বিলাপ করছে।চারিদিকে কান্নার সুরে কখন যে তার বুক ভেসে গেছে সে বুঝতে পারে নাই।ধপাস করে মজনু মাটিতে পড়ে যাওয়ার শব্দে সাথে সাথে বড় ভাই বাহিরে এসে অজ্ঞান অবস্থায় মজনুকে ভেতরে নিয়ে গেলো।

জ্ঞান ফিরে মজনু নিজেকে নতুনভাবে দাঁড় করালো।এ নশ্বর জীবন কতটা তুচ্ছ,মা- বাবা ছাড়া ! সংসার জীবনের নানাঘাত-প্রতিঘাত সে মর্মে মর্মে অনুধাবন করলো,

"মজনুর কুঁড়ে ঘর নেই,আছে শুধু ভিটে,
মজনুর জোয়ার নেই,আছে শুধু ভাটি।
মজনুর অনল নেই, আছে শুধু দাহ্য
মজনুর সুখ নেই,আছে শুধু দুঃখ। 
মজনুর লাইলী নেই,আছে শুধু লীলা,
মজনুর আহ্লাদ নেই,আছে শুধু অবহেলা।


বড় ভাই বললো,তার পাঠানো তিন লাখ টাকা দিয়ে ঘরে ছাদ লাগিয়েছে।আর মায়ের জন্য পাঠানো দেড় লাখ টাকার নব্বই হাজার খরচ হয়েছে বাকী ষাট হাজার তার কাছেই আছে।
আবাক হয়ে ভাবলো সে তো কোন টাকা পয়সা দেশে পাঠায় নাই তাহলে বড় ভাই এসব কি বলছে!
বড় ভাই আরো বললো,দেখ আমি বিয়ে করেছি অনেকদিন কোন ছেলেমেয়ে নেই আমার তুই আর তোর বন্ধু শাহীন এ দুজনেই ভাই ও সন্তানতুল্য।শাহীন একটু আগেও ফোন করেছিল তোর আসার খবর শুনে খুশি হয়েছে।সে বলছে একঘন্টা পরে ফোন দিবে।
বড় ভাইয়ের কথাগুলো শুনে মজনু ভাবলো,আসল শিক্ষিত তার ভাই যে কিনা লেখাপড়া ক্লাস এইটের বেশি করেনি,মজনুই অশিক্ষিত। তার ভাই এত গভীর ভালোবাসায় ও মমতা নিয়ে কথা বলছে যেন সে এক মহামানব।

ঘন্টা এখানে পর শাহীনের সাথে আলাপ হলে সে বললে,মায়ের অসুস্থতার খবর পেয়ে সে আসলে টাকাগুলো পাঠাতে চেয়েছিলো কারণ এতগুলো টাকা মজুনর হাতে গেলে সে হয়তো নিজেকে সামালতে পারবে না।আর রেস্টুরেন্টের টিপসের টাকা দিয়ে সে প্রতি বছর কোন না কোন নিকট আত্মীয়কে ঘর করে দেয়।

মজনু এবার নিজের ভুল বুঝতে পেরে বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নিলো।

একা একা বাড়িতে থাকার পর এক ধরনের একগুয়েমি ভাব চলে এলো।সবকিছু বড্ড বিবর্ণ লাগলো।কি করবে কোথায় গিয়ে একটু শান্তি পাবে তাই ভেবে মনে মনে অস্হির হয়ে গেলো।

এভাবেই সপ্তাহে খানেক পর রোজগার অভ্যাসের মতো ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করে মায়ের কবর জিয়ারত করতে গেলো।হঠাৎ একটি খবরের কাগজ মায়ের কবরের পাশে বেড়ার মধ্যে আটকে আছে দেখে তা হাতে তুলে নিলো।দৈনিক জনতার চোখ নিউজ পেপারের জনতার জিজ্ঞাসা পেজে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন রোমি বিশ্বাস,লেকচারার আইডিয়াল মহিলা কলেজ।
তাহলে তার পুরানো কাজের জায়গায় রোমি বিশ্বাসের পোস্টিং দেখে মনে মনে ভাবলো আজই গিয়ে দেখা করে আসবে৷
দুপুর এক ঘটিকায় সে গিয়ে পৌঁছলো পুরানো কাজের জায়গায়।কেউ তাকে চিনতে পারলো না।চেনা পরিবেশ আজ কত অচেনা। রিসিপশনে গিয়ে রোমি বিশ্বাসের সাথে দেখা করতে চাইলো।নিজের নাম বলে সে অপেক্ষা করতে থাকলো ওয়েটিং রুমে।সেখানে আরো তিনটা ছেলে বসে আছে।সবাই মোবাইল নিয়ে ব্যস্ত।তার প্রবেশ কারো নজড়ে পড়লো না।আস্তে করে চেয়ার টেনে বসে পড়লো।বেলা দেড়টায় রোমি বিশ্বাস এসে ওয়েটিং রুমে ঢুকলো।এবার সরাসরি চোখের দিকে তাকায়ে দেখলো রোমি ঠিক আগের মতোই আছে।
স্যারকে চিনতে পেরে কুশলাদি বিনিময় করে পাশের ক্যাফেটেরিয়ায় গিয়ে চা নাস্তা করার জন্য বললো।
কথায় কথায় অনেক কথা হলো,রোমি বললো বিয়ে করে সংসারী হওয়ার তিন বছরের মাথায় স্বামী রোড এক্সিডেন্টে মারা যায়।তার সংসার জুড়ে এক মেয়ে যাকে নিয়ে তার আগামী।সে এখনো মজনুর আদর্শ নিয়ে পথ চলে।
কতাটা শুনে মজনু নিজেকে অপরাধী ভাবলো।কিছু লোক নিজের অজান্তেই তার আদর্শ নিয়ে আছে আর সে কিনা পঁচে গেছে।
মজনু তার প্রবাস জীবনের অবস্থা,তার একাকিত্ত্ব,তার আবেগ,তার কষ্ট,তার উদাসীনতা,মা-বাবাকে হারানোর কথা এগুলো বলতে বলতে কেঁদে ফেললো,চায়ের টেবিলের থেকে একটা টিস্যু দিয়ে মজনুর হাতের উপর গড়িয়ে পড়া অশ্রু ফোঁটা রোমি বিশ্বাস মুছে দিলো।
মজনু কিছু একটা বলতে চাইলো কিন্ত মুখ ফুটে বলতে পারলো না,
" "যে আগুন চোখে দেখা যায়
সে আগুনে কেউ পুড়ে গিয়ে কাঁদতে দেখে
তুমি তারে মুছে দাও চোখের জল,
ভেতরের পোড়া আগুন কেউ তো দেখে না!
কাছে এসে মুছে দেয় না অশ্রুজল ,
কিছু আগুন এ পোড়া মনে --
জনম জনম বুঝি এভাবেও দাহ্য হয়" "

সবকিছু শুনে রোমি বললো - যেখানে জীবনের কোন টান নেই,প্রাণের অস্তিত্বে ক্লান্ত শ্রান্ত,হাহাকার করে চারদিকে আঁধার সেখানে গভীর অনুরাগ নিয়ে এসোছো আজ "বড় অবেলায়"

মজনুর,বুকের ভেতর জমিয়ে থাকা চাপা বেদনা,দুমড়ে মুচড়ে যাওয়া অব্যক্ত কথা আজ মুখ ফুটে বলতে বড্ড ইচ্ছে করছে,
''অন্ধকারে খুঁজি কাঙ্ক্ষিত ছায়া-"ক্ষতি কি তবুও যদি হয় নীড়ে ফেরা"

(সমাপ্ত)

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ২:০৫

আরোগ্য বলেছেন: মজনুর জন্যে আশার আলো দেখে ভালো লাগলো।

ধন্যবাদ বড় ভাই।

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ২:১০

বলেছেন: সাথে থাকার এ উৎসাহ-ই- হউক আমার আগামী দিনের নতুন উদ্ভাবনের প্রেরণা।



ধন্যবাদ

২| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: চমৎকার লেখা।
একেবারে বাস্তব জীবনের উপখ্যান।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০০

বলেছেন: কৃতজ্ঞতার সবটুকু আপনাকে হে মহান ব্লগার।

আপনার প্রেরণায় মনোবল হলো পাহাড়সম।


ভালো থাকুন সবসময়।

ভালোয় কাটুক আপনার দিনগুলো। শুভকামনা রইল।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১১

করুণাধারা বলেছেন: চমৎকার সমাপ্তি, খুব ভালো লাগলো মজনুর জীবন অনেক অন্ধকার গলি পথ পেরিয়ে আলোকিত রাজপথে পৌঁছালো দেখে। গল্পের শেষে একটা চমক দিয়েছেন, পৃথিবীতে মজনুর মত বেখেয়ালি মানুষ যেমন আছে, তেমনি শাহিনের মত দায়িত্বশীল মানুষও আছে। চমৎকার লেখনি। ভবিষ্যতেও আশা করি এমন লেখা পাব।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৬

বলেছেন: এই লেখার প্রথম থেকে শেষ পযর্ন্ত আপনি যেভাব পাশে থেকে
মূল্যবান মন্তব্য করেছেন সেজন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

জীবনের অন্ধকার চোরাগলি পেরিয়ে জীবন পেয়ে যাক আলোর রেখা,
ঘুচে যাক গ্লানি আলোকিত হোক এ ধারা

৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৩

করুণাধারা বলেছেন: ছবিটাও সুন্দর। আপনার তোলা, নাকি ইন্টারনেটের?

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৭

বলেছেন: ফটো ক্রেডিট - নেট।



ধন্যবাদ।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৫

ভুয়া মফিজ বলেছেন: জুয়া খেলে জীবনটাকে তেজপাতা বানিয়ে ফেললো!
শাহীনের সাথে খারাপ ব্যবহার করার কারন খুজে পেলাম না কোথাও! :(

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১১

বলেছেন: একদম কচুরিপানার মতো ভেসে গেছে জুয়ার নর্দমায়।।।

মজনুর বেতনের কিছু টাকা শাহীনের কাছে জমা ছিলো।
মজনুর মায়ের অসুস্থতার সময় সে টাকা ফেরত চাইতে গেলে শাহীন বলেছিলো যত টাকা লাগে আমি দেশে পাঠিয়ে দেবো তুই চিন্তা করিস না। মজনু ভাবছিলো শাহীন মনে হয় টাকাটা না দেওয়ার জন্য এসব বলতেছে তাই ঝগড়া শুরু করে একপর্যায়ে সে কাজ ছেড়ে চলে আসে।

সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় ভাই।
ভালো থাকুন।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: যাক বাবা! বাঁচা গেল। শেষ পর্যন্ত বড় অবেলায় ঘরে ফিরল মজনু। শেষে শাহীনের টুইস্টটি বেশ লাগলো। বেশ লাগল রোমি বিশ্বাসের মহিলা কলেজের ভূমিকাটিও। সব মিলিয়ে শেষ পর্বটি যথেষ্ট বৈচিত্রময়।++

শুভকামনা ও ভালোবাসা প্রিয় লতিফভাইকে।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:০২

বলেছেন: আপনার দুটো প্লাস যেন দু'টি গ্রহ পাওয়া।

সবসময় কমেন্ট করে ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা।
- ফেলে আসা দুঃসহ স্মৃতির ভীড়েে --- --- অবশেষে সব পাখি ফিরে পাক নীড়...

ভালোবাসা অবিরাম।

ভালো থাকুন।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:০৭

মুক্তা নীল বলেছেন: ল'ভাই,
ভীষন ভালো লাগছে মজনু'র নতুন জীবনে ফিরে আসায় । বলেছিলাম তো, এখনও অনড় আছি ।
শুরু থেকে শেষ পযর্ন্ত কাহিনীর প্লট খুব ভালো লেগেছে।
মজনু ও লেখকের জন্যে সব সময়ই শুভকামনা রইলো ।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩১

বলেছেন: আপনার মতো ভালোমানুষগুলি আমাদের আত্মার খোরাক যোগায়, প্রেরণা যোগায় যুগ যুগ......

জীবন খুঁজে পাক জীবন
দূর হোক যত প্রতিকূলতা
দৃঢ় হোক যাপিত বাস্তবতার ভিত্তি ....

ভালো থাকুন সবসময়।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৬

মাহমুদুর রহমান বলেছেন: চেয়েছিলাম একটা প্রেরনা দিব কিন্তু আরোগ্য ভাই অলরেডি একটা দিয়ে বসেছে।

যাই হোক,এ কথা বলতে আমার কোন আপত্তি নেই যে আপনার গল্প লেখার হাত অনেক ভালো।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৫

বলেছেন: হা হা -- অনেক অনেক অঘোষিত প্রেরণার বাণী পেয়ে গেলাম।

সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।


শুভ কামনা নিরন্তর প্রিয় ভাই।।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৩

অজ্ঞ বালক বলেছেন: নাহ, দারুন সমাপ্তি টানসেন। ভালো টুইস্ট ছিল এইবার। দুইটা। তবে ঐ মিল-ফিল দিয়েন না। খেলো লাগবো। আর পর্ব নাই জানি। মানে মনে মনেও দিয়েন না আর কি।

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

বলেছেন: হা হা - আপনার মন্তব্য তো দেহি আপনার মতো ডিজুইস!!

শেষটায় এসে এমন ভালোবাসা দেখালেন তো মনে দাগ কেটে দেয়।।

পড়েছেন জেনে ভালো লাগলো।।।


শুভ কামনা

১০| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০২

হাবিব বলেছেন: সমাপ্তিটা আমার কাছে অসাধারন লাগলো। স্বার্থক গল্প।

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

বলেছেন: প্রিয় হাবিব ভাই!!

এত ব্যস্ততার মধ্যেও যে গল্পটি পড়েছেন তাতেই ধন্য হলাম।


ভালো থাকুন।।
ভালোবাসা অবিরাম।

১১| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নীড় হারা পাখীটি যখন ঘর নিল তখন একটু হলেও প্রশান্তি মিলল। যাই হোক সবার জীবন সুন্দর হউক। গল্পের নায়কের জীবন কারোর জীবনের সাথে ঘটুক কাম্য নয়। একটি গল্পে সুখ-দু:খ এই দুইয়ের সমতা রাখতে গিয়ে লেখক কখনো ছন্দপতন করে থাকে। আপনার বেলায় তা হয়নি। সুন্দর গল্প করে গেলেন। তবে তারাহুরাতে লিখতে গিয়ে হয়তো কোথায় একটু আধটু ত্রুটি থাকতে পারে। তা আমাদের প্রিয় লেখক পদাতিক চৌধুরি যখন সাথে ছিলেন হয়তো সামনে ভুল গুলো নিয়ে আলোচনা করে গল্পটি আরো উজ্জ্বল করে দিবেন।

২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ২:৩৭

বলেছেন: সুজন ভাই,

ব্লগের অনেক গুণীজন যে বিভিন্নভাবে লেখক তৈরিতে সাহায্য করে সেটার প্রমাণ আজ আপনি দিলেন।

সারা জীবন এ ভালোবাসা মনে থাকবে।
পরিবর্তন, সংযোজন, বিয়োজন হয়তো সময় মতো করে নেয়া যাবে।
যদি গল্পের প্লটটি পাঠক হৃদয়ে কিছুটা হলেও ভাবনার খোঁড়াক দেয় তাতেই সার্থকতা।

অশেষ ধন্যবাদ প্রিয় ভাই।।
লাভ ইউ।।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৫৯

মুক্তা নীল বলেছেন: ল' ভাই
ভালো কথা আমি আপনার এই গল্পে মজনু সম্পর্কে সব সময় একটা পজিটিভ ধারনা রাখতাম। অনেক চড়াই-উৎরাই পার হয়ে অবশেষে মজনুর সঠিক পথের শুভাগমন হলো। আমার ধারণা এক্ষেত্রে সম্পূর্ণ মিলল মজনু চরিত্রের সাথে।
কিন্তু রে ভাই আপনি তো আমাকে একটা ধন্যবাদ দিলেন না এখন আপনাকে কী বলবো ধন্যবাদ কিপটা?

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৯

বলেছেন: হা হা হা - অনেক হাসলাম তাও একা একা!!

আপনি তো পাঠক বোদ্ধা, আর নতুন করে কি বলার আছে!!!

ধন্যবাদ কিপটে যাক লেট লতিফ থেকে এটা ভালো -- হা হা

আপনার জন্য আজকের আকাশেে একটি রঙিন বিজ্ঞাপন ঝুলিয়ে দেবে
সারারাত তারাদের গায়ে বিরাট আকারে লেখা থাকবে "ধন্যবাদ"
তাতে যদি চুকিয়ে দিতে পারি কিছুটা অপবাদ!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.