নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
This is Nur Amin Lebu
এত ভালবেসে কি হবে?
ভালবেসে কি পেয়েছি?
অযথা কষ্ট ছাড়া
আর কি বা আছে বাকী?
কি ভাবছ? অবাক হলে?
আরেহ বাবা, অবাক হওয়ার কি আছে?
তুমিই বল,
সত্যি কি কখনও?
ভালবেসে ছিলে আমাকে?
থাক--- আর বলতে হবে না
তুমি মিথ্যাবাদী
তুমি ছলনাময়ী
তুমি স্বার্থবাদী
অযথাই আমাকে কাঁদাও
কোন বৃষ্টি ভেজা রাতে
অঝরেই ঝরে পরে; কান্নার জল
তোমার নিষ্ঠুরতায়
তাই, এখন আর তোমাকে
একটুও ভালবাসি না
আগের মত রাত জাগি না
আগের মত কাঁদিও না
আমি পাল্টে গেছি
আমি ভাবছি নিজেকে নিয়ে
তুমিই বল;
ভালবেসে কি হবে?
১৬ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৫৭
নুর আমিন লেবু বলেছেন: হুম ভাই বুঝচছি। অন্য ভাবে ভুলও।।।
ধন্যবাদ।
২| ১৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুড গোয়িং,কিপ ইট আপ
এইতো পেরেছ বাপ।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭
নুর আমিন লেবু বলেছেন: না পেরে কি আর উপায় আছে?
তোমাদের প্রেরণা গুুলোই আমাকে লিখতে শিখিয়েছে।। :-)
৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ ভাল লাগল।
শুভ কামনা।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪
নুর আমিন লেবু বলেছেন: ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ,
দোয়া করবেন, যেন এভাবেই এগুতে পারি, যদিও আপনাদের সমতুল্য কখনোই হব না।
তবুও লিখে যেতে চেষ্টা করব।
৪| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৩
সাগর মাঝি বলেছেন: ভুলে যেতে চাইলেও ভুলতে পারবেন না,,
আজও তাকে তোমার ভুলা হলোনা।
বলবেন কিভাবে...???
এই পোষ্টাই তার প্রমান।
আমিও অনেক চেষ্টা করেছি পারি নাই।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
নুর আমিন লেবু বলেছেন: ভায়া, আমি জীবনে লাইন মারি নাই,
অযথাই, আবেগ থেকে লিখলুম, যা তা ছাঁই।
আমি জানি না, ভোলা সম্ভব কি না?
তাি হরফ করে বললাম, ভুলে গেছি তোমাকে।। :-)
৫| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০২
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লেগেছে
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
নুর আমিন লেবু বলেছেন: পু্চকে ছোট মুই, ভায়া
পারি না লিখতে
সেরকম কবিতা।
কষ্ট করে পড়েছ আমারি কবিতা খানি
অনেক ধন্যবাদ।।।
৬| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বাহ! সুন্দর কবিতা।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯
নুর আমিন লেবু বলেছেন: ধন্যবাদ ভায়া, দোয়া করবেন।।।
৭| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬
বিজন রয় বলেছেন: ভালবেসেই তো সবকিছু হয়।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১
নুর আমিন লেবু বলেছেন: হয়ত বা হয়, আমি ওত সত বুঝি না। জাস্ট আবেগ থেকে লিখলুম।
ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।
৮| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০২
মিজানুর রহমান মিরান বলেছেন: ভালো লাগলো।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫
নুর আমিন লেবু বলেছেন: কষ্ট করে পড়ে, কষ্ট করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
৯| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮
নীল প্রজাপ্রতি বলেছেন: ভালোবাসা এমনি, কখনো নরম কোমল, কখনো নিমর্ম নিষ্ঠুর।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
নুর আমিন লেবু বলেছেন: হু আপু, ভালবাসা এরকমি,
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১০| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: কবিতাটি পড়ে গানটা মনে পড়ে গেল-
''সত্যি বলছি, তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য, মিছেমিছি কাব্য লিখি না''
ভালো হয়েছে আপনার লেখা।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
নুর আমিন লেবু বলেছেন: ভাই তবুও তোহ কাব্য লিখি।
মন যে তা আর মানতে নারাজ।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১১| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৭
নিলিমার নীল বলেছেন: মনে কষ্ট হাতে কলম ধরে নিলে । অনেকটা ভাল থাকা যায় ।শুভকামনা
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
নুর আমিন লেবু বলেছেন: ঠিক বলেছ আপু।। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৫৯
আরকিস মল্লিক বলেছেন: একভাবে ঠিকই বলেছেন। তবে হয়ত অন্যভাবে ভুলও।
ভালো হইসে।