নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
This is Nur Amin Lebu
আবেগে
কিছুক্ষনের জন্য
মনের অজান্তে,
বাস্তবিক আড়ালে
হারিয়ে যেতে বসেছিলাম।
আমি জানি নে
কতটুকু পথ হাঁটতে হবে
একলা পথে
বহুদূরে,
বাস্তবে ফিরে আসতে
নীলিমার
শেষ প্রান্তে
দাঁড়িয়ে থাকতে হবে।
কবি নিরবে
দাঁড়িয়ে আছে
কখন বেলা শেষে
আধাঁর ঘনিয়ে আসবে।
এইতো আধাঁর নেমে পরেছে
সূর্য পশ্চিম আকাশে হেলে পরেছে।
কবি আজও নিরবে
প্রতিক্ষার প্রহর গুনে
কবে আবার সূর্য উদয় হবে
https://www.nuraminlebu.com
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
নুর আমিন লেবু বলেছেন: বেশ না ছাঁই?
বুঝতে পারছি না ভাই
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
সোজোন বাদিয়া বলেছেন: বেশ ভাল লেগেছে। ভাল থাকুন।
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২
নুর আমিন লেবু বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।
আমার জন্য দোয়া করবেন
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
শরতের ছবি বলেছেন: ভালো লেগেছে ।
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
নুর আমিন লেবু বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।
#শরতের ছবি
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
এহসান সাবির বলেছেন: বেশ!