নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
This is Nur Amin Lebu
শীতের রাতে খোলা ছাদে,
একাকী বসে থাকি মনে।
পরনে শুধু পাতলা জামা,
হিমেল হাওয়া লাগে শরীরে।
হাতে সিগারেট, ধোঁয়া উড়ে,
তাকাই আকাশের পানে।
তারা গোনা শুরু করি,
কিন্তু শেষ হয় না বারে বারে।
এই একাকীত্ব, এই অনুভূতি,
তোমার স্মৃতি এনে দেয় দুঃখের সুর।
তুমি দূরে, আমি একা,
জীবন যেন রইলো থেমে পুর।
চাঁদটা আজও জ্বলছে আলোয়,
কিন্তু মনে তবু অন্ধকার।
তোমার ছোঁয়া, তোমার কথা,
সবই যেন স্রেফ এক ভার।
শীতের রাতে জমে আছে,
তোমার ফেলে যাওয়া স্মৃতি।
এই আকাশও জানে আমার ব্যথা,
তবু কেন তুমি এত অচেনা?
তুমি যে কোথায় হারিয়ে গেলে,
এই একাকী রাত জানে ব্যথা।
তোমার ছোঁয়া, তোমার কথা,
আজও বেঁধে রাখে অন্ধকারটা।
আকাশ বলে গল্প গোপন,
তারা গুলো দেয় সান্ত্বনা।
তবু কেন এত শূন্য লাগে,
তোমার ছায়া হারায় শুধু ব্যথা।
সিগারেটের ধোঁয়া মিলিয়ে যায়,
তোমার ছায়া মনে পড়ে।
খোলা ছাদের এই নির্জনে,
তোমায় খুঁজে ফিরি আবার ফিরে।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা