নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া

ছায়া ছায়ায় পথ হেটে চলি--ছায়া আমার সামনে ও পিছে।

এহেছান লেনিন

কেউ লেখা বেচে খায়, কেউবা অন্য কিছু বেচে লেখে। অনেকে আছে এমনি এমনি লেখে। আমিও তেমনি। লেখি নিম্নমানের। ব্যক্তিগতভাবে আমি নিজে একজন নিম্ন শ্রেণীর জীব। আমি আমাকে ব্যাকটেরিয়া বা এক কোষী জীবের সমগোত্রীয় মনেকরি। এর পেছনে আমার যুক্তি হলো--সৃষ্টির আদিতে মানুষ ছিল না। বিবর্তনের সাথে সাথে মানুষ নামের এই জীবটির সৃষ্টি। এটা সবার জানা। এই মানুষের মধ্যে কেউ কেউ সত্যিকার অর্থে মানুষ, আর কারো কাঠামো মানুষ হলেও মানসিকতা মানুষের নয়। সে রয়ে গেছে ব্যাকটেরিয়া গোছের জীবের মতোই।

এহেছান লেনিন › বিস্তারিত পোস্টঃ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ আসছে...

২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৮

একটা সময় ছিল যখন মানুষ ইন্টারনেট বিষয়টাই বুঝতো না। আর এখন ঝিনুক থেকে স্ফুটনিক সর্বত্রই ইন্টারনেট। গুগল ছাড়া নিজেকে চরম অসহায় মনে হয়। এই সময়ের পরিবর্তনে নতুন অনেক কিছু যোগ হয়েছে। দেশে ব্লগগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।



এখন আর সামহোয়্যারইন ব্লগই দেশের একমাত্র বাংলা ব্লগ নয়। সচলায়তন, আমার ব্লগ এর সঙ্গে সর্বশেষ সংস্করণ প্রথম আলো ব্লগ।



প্রথম আলো ব্লগের সার্বিক দায়িত্বে থাকা মাহবুব মোর্শেদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। সচলায়তনের আরেক মাহবুব মোরশেদ, অরূপ দা’র রুচির প্রশংসা না করলেই নয়। আমার ব্লগ এর সুশান্ত দাকে অনেক আগ থেকেই চিনি। একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তাই রুচিবোধ ও আদর্শ নিয়ে কোন সন্দেহ নেই।



সব দেখে মনে হয় এই দেশ প্রযুক্তিগত দিক থেকে বেশ এগিয়ে গেছে। এখন মানুষ পৃষ্টা উল্টিয়ে পত্রিকা পড়ার চেয়ে সময়ের ঘটনা সময়েই জানতে বেশি আগ্রহী। আর তাই প্রতিটি পত্রিকা বের করছে অনলাইন সংস্করণ। কেউ কেউ সময়ে সময়ে নিউজ আপডেটও করছে।



তবে যে কথা বলার জন্য ইনিয়ে বিনিয়ে এতকিছু বলছে তা কিন্তু এখনো বলা হয়নি। দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- তা সবাই জানেন। মান ও গুণগত দিক বিবেচনার দায়িত্ব আপনাদের। এই প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেরিতে হলেও ব্লগ শুরু করছে। শুরু করছে বললে ভুল হবে! প্রায় নয় মাস ধরে ব্লগ শুরু করার প্রচেষ্টা করে যাচ্ছে। তবে মাঝ পথে কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে যায় প্রক্রিয়া। এখন আবার নতুন করে কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যেই আপনাদের মাঝে নতুন আরেক ‘শিশু ব্লগ’ আত্মপ্রকাশ করবে। অবশ্য শিশু নাকি তরুণ সে বিষয়টি পাঠক এবং লেখক বিবেচনা করবেন।



আশা করছি সবার মিলিত প্রচেষ্টায় একটি মান সম্পন্ন ব্লগ আপনাদের উপহার দেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।



***ছবিতে পরীক্ষামূলক সংস্করণের নমুনা দিয়েছি।

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪২

নাভদ বলেছেন:
সুখবর!

২| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৩

সু-শান্ত বলেছেন: এটা অবশ্যই সুখবর। তবে ত্রিভুজ প্যাড ইউজ করলে আমি নাই।

৩| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৩

পাই বলেছেন: ভালই।দেশ এগিয়ে যাচ্ছে।

----------------------------------------------------------------------------
অফটপিক:লেলিন ভাই ক্যাম্পাসে এটা কাকে পত্রিকার দায়িত্ব দিয়ে গেলেন।এতো একটা চরম শিবির।

৪| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৩

দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
আমিও নাই।

৫| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৬

বিষাক্ত মানুষ বলেছেন: আমিও নাই

৬| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৯

রাজামশাই বলেছেন:

http://blog.bdnews24.com/ এই ডা কি?

২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

এহেছান লেনিন বলেছেন: ধন্যবাদ। না এটা আমাদের ব্লগ না। আমাদের ব্লগের ঠিকানা শিগগিরই জানাবো।

৭| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৯

নাজিরুল হক বলেছেন: ব্লগে ব্লগে ভরে যাচ্ছে। অবশেষে ব্লগার পাওয়া যাবে কিনা সন্দেহ আছে।

৮| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫০

অক্ষর বলেছেন: আমিও নাই

৯| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫১

মাহবুব সুমন বলেছেন: ছাগুপ্যাড থাকলে আমিও নাই

১০| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫১

সিটিজি৪বিডি বলেছেন: সুখবর!!!

১১| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৫

স্টিংরে বলেছেন: ছাগুপ্যাড থাকলে আমিও নাই । চাগ প্যাড লাগানোর পর আমি বিডি আর্টসে যাই নাই।

১২| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৬

হিডেন স্ট্রিট বলেছেন: আমিও নাই।

১৩| ২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০০

আহসান হাবিব শিমুল বলেছেন: স্বাগতম.........।

আরো বেশি বেশি করে বাংলাব্লগ, বাংলা ফটোব্লগ, বাংলা ভিডিও ব্লগ চাই।

ছাগুপ্যাড জিনিসটা কি?

১৪| ২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০০

অরণ্যচারী বলেছেন: প্লাস।

আমিও নাই।

১৫| ২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

নাভদ বলেছেন:
আহসান হাবিব শিমুল বলেছেন: স্বাগতম.........।

ছাগুপ্যাড জিনিসটা কি?
===================================

@আহসান হাবিব শিমুল

বিস্তারিত:

ত্রিভুজ ভাই আমার কথা একটি বারের জন্য ও বললেন না!!!!!!!!!!

১৬| ২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

এহেছান লেনিন বলেছেন: আপনাদের সবাইকে এতটুকু আশ্বস্ত করতে চাই- সবার অভিমত নিয়েই আমরা এগিয়ে যাব।

আপনারা অভিমত দিন, আশা করবো আপনারাই হবেন এই ব্লগের কর্তা এবং কর্ম।

১৭| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৯

রাজামশাই বলেছেন: http://banglablog.bdnews24.com

১৮| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪২

মানুষ বলেছেন: আমার "মানুষ"নিকখানা মনে হয় আর দখলে রাখা গেল না

১৯| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৭

রাজামশাই বলেছেন: http://banglablog.bdnews24.com

ঐখানে গিয়া ইমেই এড্রেস দিয়া কমেন্ট করলাম দেখি

gravatar এর ছবি অটোমেটিক নিয়া নিল।

২০| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৮

রিজভী বলেছেন: আবার সুখবর!

০২ রা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২০

এহেছান লেনিন বলেছেন: ধন্যবাদ।

২১| ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০১

মিরা বলেছেন: দূর মিয়া। দূরে গিয়া মরেন। আবার ব্লগ। মাপ চাই। নতুন প্যাচাল আর দেখতে চাই না।

২২| ০২ রা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

মোহাম্মদ আরজু বলেছেন: ঘটনা হলো ওখানে ''ব্যবহারকারী' অপশনে বাংলায় নিজের নাম লেখা যায়না। তাছাড়া পোস্ট কিভাবে লিখবো তাও বোঝা যাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.