নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র চাই, কাগজে নয় বাস্তবে

মেঘযাত্রা

স্বাধীনচেতা এবং মুক্তমণা, জানতে চাই জানাইতে চাই ধন্যবাদ ।

মেঘযাত্রা › বিস্তারিত পোস্টঃ

পাড়ে ডিম হাঁসে খায় বাগডাসে

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১

কদিকে সরকারের আনুগত্যশীল পুলিশ বাহিনী অন্যদিকে দেশপ্রেমিক জনগণ,
কি এক দারুণ ইকুয়েশন, আমরা কিন্তু উভয়েই বাংলাদেশী
এরমাঝে সরকারের দলীয় বাহিনীও আছে, কিন্তু
তারাওতো স্বদেশী, তাদের মাঝেও দেশপ্রেম আছে
আজ পুলিশকে এমন এক উচ্চমর্যাদার প্রাণিতে পরিণত করা হয়েছে
যারা সাধারণ মানুষকে আর মানুষই মনে করছে না !!
যত্রতত্র গুলি, হামলা, মামলা,নির্যাতন-চারিদিকে অবৈধ লাশের ছড়াছড়ি,
এহেন পরিস্থিতীতে কে দলীয় কে বিরোধী দলীয় -দেখাটা নিষ্প্রোয়জনীয়
আজ এ দেশে বসবাসের অলিক্ষিত শর্ত একটাই-"চোখ-মুখ বন্ধ রাখ, নচেৎ পরবাসী হও"

একটু লক্ষ্য করি কারা ক্ষতিগ্রস্থ হচ্ছে
আজ দেশে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে, অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়ছে, বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,
মাদকে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,দেশ মেরুদণ্ডহীন হওয়ার উপক্রম;
আমরা নিজেরা নিজেদের পিঠে ছুরি বসাচ্ছি-এটা কিন্তু অবিশ্বাসের ফলাফল
এই অবিশ্বাসের জন্মদাতা গুটিবাজের সংখ্যা কিন্তু নোখে গোণা !!!
লাভবান হচ্ছে বিদেশি শক্তি, তাঁরা আজ আমাদেরকে নিয়ে ভাগাভাগিও শুরু করে দিয়েছে ! দাশ বানানোর প্রতিযোগীতা ;

মানানসই একজন ব্যাক্তিকে উৎসর্গ করলাম---------------সাইন্টিষ্ট ফেসওয়াশ মেকার ;

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.