| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিংকন বাবু০০৭
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
ঘটনা:১-মেসি বার্সেলনায় খেলতে যাবার সময় আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েসন এর সভাপতির ১০ মাসের নাতিকে টা টা দিয়া যায় নাই দেইখা মেসিরে কইছে তুমি বার্সেলনায় খেলতে পারবা না….!
ঘটনা:২- মেসি বার্সেলনায় খেলতে যাবার সময় সভাপতির কাছে বলে গেছে,
।।আমি খেলতে গেলাম।।
যাবার পর সভাপতি কইল তোমার কথা আমার বাম কান শুনছে ডান কান শুনে নাই…!!:O
তুমি সাসপেন্ড।।।।।
ঘটনা:৩-মেসি খেলার সময় ড্রেসিং রুমের টয়লেটে খারাইয়া পিশাব করছে বইলা তারে জরিমানা করন লাগব।
ঘটনা:৪-মেসিরে মশায় কামর দেবার পর মেসি হাত দিয়া থাপ্পর মাইরা মশা মারছে। মশা নিরিহ প্রানী তাকে থাপ্পর মারা যাবে না।..!
তুমি সাসপেন্ড।।।।।
কেরে মেসি এত ভাল খেলছ কেরে…।।
তুই বিশ্বে একনাম্বারে আছোছ ক্যারে…ফক্কিনির***
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২
লিংকন বাবু০০৭ বলেছেন: কৈ মন্তব্য নেই এইযে আপনি করলেন.
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৯
ট্রোল বলেছেন: ভাল লাগল ,ধন্যবাদ
কোন মন্তব্য নাই কেন বুঝলাম না?