নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

ওজনে কম ..হায় হায় কৈ যামু…….

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৬

জুম্মার নামাজ পইরা বের হতেই দেখি একজন ফল বিক্রেতাকে দেবার জন্য পাবলিক সেইরহম মাইর দিতাছে। কত গ্রাম জানি কম দিছে।
আমি নিজে হাতে না মারলেও মনে মনে কয়টা প্রচারের অযোগ্য গালি আর বেশ জোরে কয়টা প্রচারের যোগ্য গালি দিছি।
আমগো আজিব শহর ঢাকার লাইগ্যা এটি ঘটনা সামান্য but..
রাইতে চ্যানেল গুরাইতে গুরাইতে যমুনা টিভিতে Investigation 360 Degree-তে দেখলাম আরেবাবা আমদের সোনার দেশের সোনার চোরেরা দেখি বড় বড় গারি বাড়ি করছে চুরির টেকায়। আর চামড়ার ভাজে ভাজে চর্বি নিয়া এসি বাড়ি থেকে বের হয়ে এসি গাড়িতে চরে এসি লাগানো অফিসে গিয়া মেকবুকে সানি লিওনওর কাপড়ের মাপ নেয়।আর হাতে থাকে একটু লাল পানিয় জল……………………

নাম করা বেশ কিছু কোম্পানির পন্য দেখাইল এর মধ্যে তীর কোম্পানির আটা, ময়দা আর চিনির ৫০kg বস্তায় ২০০-৬০০gm মাল নাই.!!(মাল মানে এখানে আটা, ময়দা আর চিনি :P )
পুরাই চুরি,..
তাদের প্রতিটি পন্য থেকে প্রতি বছর এরকম চুরি কইরা প্রায় ৬-১৫কোটি এমনকি ২০কোটি টাকা কইরা মারিং……
এবার আমার মুখদিয়া সেই প্রচারের অযোগ্য গালিগুলা(*****……) বাইর হইল।
ভাগ্য ভাল আসে পাশে কেউ আছিল না।

শুধু যে সিটি গ্রুপ তীর কোম্পানি তা না। দেখলাম প্রতিটি লোহার ব্যবসায়ির মাপার যন্ত্রে ঝামেলা আছে। তারা রডের মত শক্ত জিনিস যে জিনিস টনে হিসাব হয় সে জিনিসে নমনিয় ভাবে মাত্র কেজিতে চুরি কর্ আহ মহান তারা, মহান তাদের দয়া…………!!!
র্স্বন ব্যবসায়িরা ০.০০৫করে চুরি করে।
হায় হায় কৈ যামু…….

দেখলাম সেতু পারাপারে সরকারি নিয়ম করে ট্রাক গুলা মেপে তোলার নিয়ম সেখানেও ২০টনের বেশি ট্রাক মাত্র ২০০ টাকা নিয়া ছাইরা দিতাছে। আর এমন অনিয়ম কইরা সেতুর ১২টা বাজাইয়া ১৩টার কাটায় ঝুলাইয়া যোগাযোগ মন্ত্রির গুষ্টি উদ্দার করবো আমরা।

মাপে কম দেয়া যে কত বড় গুনাহ এর কাজ এরা কি তা জানে না। ও… sorry sorry……এরা তো চোর ঐ প্রবাদ বাক্যটা তো ভুইলাই গেছি: “চোরে শুনে না ধর্মের কাহীনি”

আমরা ভোক্তা হিসাবে আর কত প্রতারিত হব?? আমাদের পাশে কি কেই নাই..????

বি:দ্র: কারো বুঝতে কষ্ঠ হলে Youtube-এ দেইখা লইয়েন. আজকার ডেট দিয়া।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৭

পাবনার পাগল বলেছেন: “চোরে শুনে না ধর্মের কাহীনি” হায় হায় কৈ যামু?

অবলম্বন কি? :((

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

লিংকন বাবু০০৭ বলেছেন: যারা অবলম্বন এর দায়িত্বে আছে তারা তো চোখে কাঠের চশমা পইরা বইসা আছে......
তো ভাই কিছুই করার নাই......

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০

খেলাঘর বলেছেন:


কি যামু?

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

লিংকন বাবু০০৭ বলেছেন: কৈ আর যামু দেশ ছাইরা্।
এসনে কইরাই চলতে হবে.।।

তো ভাই কিছুই করার নাই......

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

পাবনার পাগল বলেছেন: আমরা যদি একটু উঁকিঝুঁকি দেই, তাহলে চোর কিন্তু সহজেই চুরি করতে পারবে না ।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

কলমের কালি শেষ বলেছেন: বড়ই দুঃখজনক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.