নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

“মনের পশুরে কর জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই “

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

বাড়িতে বাড়িতে এখন ফ্রিজ খালি করণ প্রকল্প চলছে। আর কয়দিন পরে ঈদ,
ভর, ভাল কইরা ভইরা রাখ, আগামী মাস ৬/৭ যানি চলন জায়।
যাগো সারা বছর মাংস কিনা খাওয়ার সার্মথ আছে তারা এই কামডা কেমনে করে??
ভাবসমপ্রসারন মনে পইরা যায় “এজগতে হায়, সেই বেশি চায়।
আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙ্গালের ধণ চুরি।”
আবার বাসার যে ফ্রিজ আছে সেইটা ছোট হওয়াতে ঈদের আগে আরেকটা ফ্রিজ আনাইবো(অপচয়ের উপর অপচয়)।
আমি খালি চিন্তা করি কোন ভাবে কোন দেশ, বিশেষ কইরা কোন পশ্চিমা দেশ একটা জরিপ বের করুক যে-ফ্রিজে জমানো মাংসো খাইলে কিছু একটা ঝামেলা হয়, বিশেষ কইরা স্কিনের কিছু ক্ষতি হয়, ব্যাস তাইলেই হুজুকে বাঙালীর কাম সারছ। আর সেই ফাকে অসহায় দরিদ্র মানুষের ভাগে যথাযথ মাংসের টুকরাটা যেন পৌছে।
হয়তো এসব দেখে কবি নজরুল তার মত করে বলেছেন -

“মনের পশুরে কর জবাই,
পশুরাও বাঁচে, বাঁচে সবাই “

>>ভাল থাকুক ঢাকায় প্রবেশ করা স্বাথ্যবান গরু ও ছাগল সমাজ,
হাসিলে লেখা হোক তাদের ন্যায্য দাম,
ব্যাপারিরা মলম পার্টির আমনন্ত্রনে সারা না দিক,
টাকা নিয়া বাড়ি ফিরে ঋণ শোধ কুরক গরু মালিক……. এটাই কোরবানী ঈদের চাওয়া….:D

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮

সুমন কর বলেছেন: ভাল থাকুক ঢাকায় প্রবেশ করা স্বাথ্যবান গরু ও ছাগল সমাজ,
হাসিলে লেখা হোক তাদের ন্যায্য দাম,
ব্যাপারিরা মলম পার্টির আমনন্ত্রনে সারা না দিক,
টাকা নিয়া বাড়ি ফিরে ঋণ শোধ কুরক গরু মালিক…….

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৫

বিপ্লবের সাগর বলেছেন:
ঈদুল আযহা পশু হত্যার পর্ব কিংবা চিত্ত বৈভব প্রদর্শনের উৎসব নয়। ঈদুল আযহা ত্যাগের, আত্মসমর্পনের এবং আত্মোপলব্ধির মহান স্মারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.