নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

don`t argue with a dull person.

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৮

don`t argue with a dull person.
এটা আমার বানী না, বা এটা আমি মানিওনা।

আমি মানি-
মূর্খ ব্যাক্তি সেটাই শোনে যেটা সে শুনতে চায়। বলে দেখেন শুনবেই শুনবে। আবার মূর্খ ব্যাক্তি মূর্খতা করে আপনাকে ভালও বলবে। আহ! সুন্দর পিতিবী!

আপনি তাকে কি বলতে চান বা চান না সেটা সে বুঝলেতো তাকে আর আপনার মাথায় "মূর্খ ব্যাক্তি" নামে যে ফোল্ডার আছে সেটাতে সেভ করতেন না।

আর আরেকটি কথা ভেবে অবাক হবেন যে, আপনার চিন্তার সাথে যায় এমন লোকের থেকে যাদের সাথে আপনার চিন্তা যায়না বা আপনার ইশারায় কাফি হবে এমন লোকের সাথে আপনার চলাফেরা কম।

আর আপনি এটা ভেবেই খুশি হয়ে নিজেকে তাল বা গালি দেন যে- "মনের মত মানুষ পাইলাম না"।
আচ্ছা ঐ ব্যাক্তিও কি এটা ভাবে আপনার সমন্ধে???

আর একটা কথা আছে "সব মানি তবে তালগাছ আমার"
আর আমি কই- এই সব মানুষেরা বলে- "কিছুই মানি না তবু তাল গাছ আমার,আমিই লাগাইছি, তালের রস আমার, তালের বিচিও আমার"
ভাইরে বিচি তোর আছেকি নাই এটা তো আর দেখায়ে প্রমান করার দরকার নাই, তোর কথাতেই তো বোঝা যায় যে বিচি আছে না নাই।
কথা কি কিলিয়ার.......

**বি:দ্র: তালের আটীকে আমরা তালের 'বিচি' বলি। এটা শালীন শব্দ। খবর লইয়া দেহেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিংকন বাবু দারুন কইছেন!!
আপনার সাথে সহমত প্রকাশ না করলে
নিজেকে অপরাধী মনে হব। এখানে এমন
কিছু dull person আছেন যারা গায়ে মানেনা
আপনি মোড়ল সেজে বসে আছেন। তোদের
তালের বিচি তোরা খা আমার কি? তবে নিজের
ঘরে বসে খা অপরের বারান্দায় কেন ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৪

লিংকন বাবু০০৭ বলেছেন: লেখাটি পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনার ইংরেজী বাক্যটি শুদ্ধ হয়নি, আপনাকে কি মুর্খ হিসেবে নেবো, নাকি হাজার বছরের সেরা বুদ্ধিমান বাংগালী হিসেবে নেবো?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৩

লিংকন বাবু০০৭ বলেছেন: লেখাটি পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

সরি ভাই এখনি শুদ্ধ করে দিচ্ছি। :)

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

মপোতোস বলেছেন: শব্দটা Argue হবে। শুভকামনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৩

লিংকন বাবু০০৭ বলেছেন: লেখাটি পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

সরি ভাই এখনি শুদ্ধ করে দিচ্ছি। :)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৩

রাজীব নুর বলেছেন: আমাকে ধন্যবাদ দিন। কারন লেখাটি আমি পড়েছি।

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৪

লিংকন বাবু০০৭ বলেছেন: লেখাটি পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
দিলাম ভাই এবার খুশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.