নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

কোন খবরটা যে কাজের আর কোনটা যে অ-কাজের কেই বা জানে-

১২ ই জুন, ২০২২ দুপুর ১:১৬

কত যে খবর চারিপাশে ঘুরছে, কোনটা যে কাজের আর কোনটা যে অ-কাজের কেই বা জানে-

কয়েকটা বলি-
-এই বাজেটে এয়ার ফ্রেশনারের দাম বাড়ানো হয়েছে… কিন্তু আবার কমানো হয়েছে হেলিকপ্টারের দাম। মুড়ির দাম কমবে, সবাই মুড়ি খা।

-ই-পাসপোর্টের জন্য চালু হয়েছে ই-গেট ... কথা ছিল ২০ সেকেন্ডে ইমিগ্রেশন পার। এটা কি মেনুয়াল এর সাথে আরো ২০ সেকেন্ডে ??

-বিশ্বসেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের র‌্যঙ্কিং এ বাংলাদেশের কোন নাম না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন, ‘এই সব রেঙ্কিংগুনার টাইম আমার নাই... আপনারা ছা-ছপ-ছমুচা খেয়ে বিদায় হউন’।

-ডিপজলের ছেলের বিয়েতে ওমর সানি থাপ্পড় মেরেছে জায়েদ খানকে ... ওদিকে জায়েদ পিস্তল দেখিয়ে বলেছে গুলি করে দিব,
ডিপজল বলছে, ‘আমাকে এর মধ্যে টাইনেন না ভাই... কারণ আমি কিছুই দেখি নাই... ভিড়ের মাঝে শুধু ঠাসস সাউন্ড শুনেছি... শব্দটা হাই-ফাইভেরও হতে পারে...!!

-KK কে নিয়ে হিরো আলমের ট্রিবিউট সং এর ভিউ KK এর অরিজিনাল গানের ভিউ থেকে বেশী।

-জাস্টিন বিবার প্যারালাইজড, ১চোখ বন্ধ হয়না।

-সালমান খান শুটারের গুলিতে আহত হতে হতে হলো না ।

.........আরো খবর। but... সব খবরের অংক মিলে আমাদের বাজারের অংক মিলে না। বিশ্ব মিডিয়া ***** (মারুফ ব্রো এর ভাষা)

বড় খবর নাই বা বল্লাম।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২২ দুপুর ১:৪৫

অপু তানভীর বলেছেন: আপাতত মুড়িই খাচ্ছি কিনে ! :D

২| ১২ ই জুন, ২০২২ দুপুর ২:০০

শূন্য সারমর্ম বলেছেন:


সবকিছ্তে ইনভেস্ট করুন টাকা।

৩| ১২ ই জুন, ২০২২ দুপুর ২:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংগালী না বুঝেই শোনা কথায় লাফায়।
ই-গেট যাত্রির পাসপোর্ট ভেরিফাই ও যাত্রা ডিটেইল তথ্য প্রদান কাজটা ৫০% এগিয়ে রাখে।
আর পাসপোর্টে সিল দেয়া ইত্যাদি কাজটা তো ম্যানুয়ালি করতেই হয়। এতে ইমিগ্রেশন কার্য ৫০% সময় বাচায়।

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২১

লিংকন বাবু০০৭ বলেছেন: ধন্যবাদ। তথ্য দেবার জন্য। বাস্তবে যেদিন ব্যবহার করব আপনাদেরকে অভিজ্ঞতা জানাবো।

৪| ১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: অনেক গুলো খবরের শিরোনাম একসাথে।

৫| ১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫৮

বিটপি বলেছেন: হেলিকপ্টারের দাম কমেছে - এটা তো খুশির খবর, যানজটের এই শহরে আর গাড়ি দিয়ে চলছিলনা। তবে এয়ার ফ্রেশনারের দাম বাড়ায় কিছুটা হতাশ হয়েছি। এখন থেকে এয়ার ফ্রেশনারের বদলে কর্পুর ব্যবহার করতে হবে মনে হয়।

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২২

লিংকন বাবু০০৭ বলেছেন: ভাল বলেছেন।

৬| ১২ ই জুন, ২০২২ বিকাল ৪:১১

ঋণাত্মক শূণ্য বলেছেন: -KK কে নিয়ে হিরো আলমের ট্রিবিউট সং এর ভিউ KK এর অরিজিনাল গানের ভিউ থেকে বেশী।

এই ধারাটা নিয়ে একটা লেখা লিখছি। খুব ধীরে সুস্থ্যে লিখছি। লেখার পরে কিছু মানুষ আমাকে প‌্যাদানী দিবে বলেই মনে হচ্ছে। ;)

হিরো আলমের ভিউ বেশী কেন? কি মনে হয়?

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২২

লিংকন বাবু০০৭ বলেছেন: বিনোদন দরকার। উৎস যাই হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.