নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

ওসমান হাদি ভাই তো জীবদ্দশায় স্পষ্ট বলেছিলেন—

২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৬

ওসমান হাদি ভাই তো জীবদ্দশায় স্পষ্ট বলেছিলেন—
“আমি প্রথম আলোর সামনে বিক্ষোভের পক্ষে না।
প্রয়োজনে প্রথম আলোর বিকল্প আরও ১০টা প্রথম আলো বানান।”
এই মানুষটা *ধ্বং’স চা’ইতে’ন না*।
তিনি *গঠন চাইতেন*।
তিনি চেয়েছিলেন চি’ন্তা, বিকল্প, বুদ্ধি—লু’ট’ত’রা’জ নয়।
কিন্তু আজ?
ওসমান হাদি ভাইয়ের নাম ব্যবহার করে—
কম্পিউটার কাঁ’ধে তু’লে নেয়,
ক্যামেরা, মনিটর, মালামাল নিয়ে বের হয়,
আর নিতে নিতে বলে—"সবি জনগনের মাল"
এই কাজগুলো কি ওসমান হাদির আদর্শের ধারেকাছেও যায়?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: দুই একদিনের মধ্যে হাদি ইস্যু শেষ হয়ে যাবে।
নতুন কোনো ইস্যু নিয়ে লোকজন আবার মাতামাতি করবে।

২| ২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৮

আলামিন১০৪ বলেছেন: ঠিক

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৪

কিরকুট বলেছেন: আবু সাইদ কে দিয়ে ঠিক জমছিলো না মনে হয় তাই নতুন ইস্যু হাদি ।

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২

আমি নই বলেছেন: যারা ভাবতেছে হাদি একটা ইস্যু আর এই ইস্যু দুইদিনেই শেষ হবে তারা জানেনা এরই মধ্যে হাজার হাজার হাদির জন্ম হয়ে গেছে।

৫| ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৭

কিরকুট বলেছেন: আমি নই বলেছেন: যারা ভাবতেছে হাদি একটা ইস্যু আর এই ইস্যু দুইদিনেই শেষ হবে তারা জানেনা এরই মধ্যে হাজার হাজার হাদির জন্ম হয়ে গেছে।

একটু পেছনে তাকান, এই একইরকম হাজার হাজার আবু সাইদ জন্ম নিয়েছিলো

৬| ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২০

আমি নই বলেছেন: কিরকুট বলেছেন: একটু পেছনে তাকান, এই একইরকম হাজার হাজার আবু সাইদ জন্ম নিয়েছিলো

আবু সাইদ আর হাদি এক নয়। হাদির মতবাদ হাজার হাজার তরুনের মাঝে ছরিয়ে পরেছে। আবু সাইদের হত্যাকান্ড জুলাইয়ে বড় ইফেক্ট ফেললেও হাদির মত ছরিয়ে দেয়ার মত কোনো মতবাদ ছিলনা। অবস্য আপনারা বুঝবেন না কারন আবু সাইদ/হাদি আপনাদের কাছে শুধুই একটা ইস্যু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.