![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
১।
মাথায় যেন কেউ পানি ঢেলে দিয়েছে আর সেটা পুরো গা ভিজিয়ে দিয়েছে।এখন শরীরের সাথে শার্ট লেপ্টে একাকার।আমি আকাশের পানে তাকিয়ে ভাবছি,
গরম দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে,
হে আল্লাহ্, কখন একটা ঝুম বৃষ্টি দিবে?
২।
যেতে চাও?
যাও তবে চলে।আমি পথ হয়ে সাথে রবো।সূর্যের তীব্র তাপদাহ শুষে নিয়ে সারা গায়,পদতল তোমার পোড়াবোই উষ্ণ নীহারে।
৩।
শৈশব আমার রঙিন
ছিল রঙ্গবেরঙ্গের ভাব,
কোমল গালে থাকতো
সদা মিষ্টি চুমুর ছাপ।
৪।
আমাদের মাঝে প্রতিযোগিতার প্রবনতা সবচেয়ে বেশী।একজন ব্যক্তি একটা ভালো অবস্থানে গেলে আমরা ভাবি আমাদেরও সেখানে যেতেই হবে।আর এই ব্যাপারটাই হচ্ছে হিংসা।ফলে নেমে আসে অধঃপতন।আসুন, আমরা হৃদয় থেকে হিংসাত্মক মনোভাব দূর করি।
৫।
আপনি যত বেশী সম্পদের মালিক হোন; আপনি যত খুশী সম্পদের অপব্যাবহার করুন;আপনাকে স্মরন রাখতে হবে,মাত্র অল্প কয়েক টুকরো কাফনের কাপড় সঙ্গে করেই সাড়ে তিন হাত মাটির ঘরে আপনাকে চলে যেতে হবে।
৬।
কিছু কিছু মেয়ে আছে যারা অনলাইনে লাইভে এসে পন্য বিক্রয় করে।আচ্ছা পন্যবিক্রির নামে তারা নিজেরা আবার পন্য হয়ে যাচ্ছে নাতো?
[কৃতজ্ঞতা তাদের যারা আমাকে বুঝেছেন,অসম্মান জানাই না তাদের যারা মন্দ জেনেছেন।আসলে যার যার দৃষ্টিভঙ্গি]
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: প্রীত হলাম।
আপনাদের মাঝে আবারো ফিরে আসলাম বুকের ভেতরে জমিয়ে রাখা অজস্র কথামালা নিয়ে।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৪
ইসিয়াক বলেছেন: মাহমুদ ভাই কেমন আছেন ।
শুভরাত্রি
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: আলহা'মদুলিল্লাহ, মহান আল্লাহ্ আমাকে ভালো রেখেছেন আপনার দোয়ায়।
আপনি কেমন আছেন প্রিয়?
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৯
ইসিয়াক বলেছেন: খারাপ থাকলেও ভালো বলি কারণ সবই আল্লাহর ইচ্ছায় । তবে এখন অনেক ভালো আছি।
ধন্যবাদ
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩
মাহমুদুর রহমান বলেছেন: মহান আল্লাহ্ পবিত্র কোরআনে সূরা মূলকের ২ নম্বর আয়াতে বলেন,
আমি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য।
আবার সূরা আ'সর মহান আল্লাহ্ বলেন,
মহাকালের শপথ! মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। তবে তারা নয়, যারা ঈমান এনে সৎকর্ম করেছে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে।
সবুর করুন প্রিয় ভাই।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০১
আরোগ্য বলেছেন: খণ্ড খণ্ড ভাবনা রাশি ভালো লাগল।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫০
মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৫৬
খায়রুল আহসান বলেছেন: ৩, ৪ এবং ৬ নং খন্ড ভাবনা ভাল লেগেছে।
৩ নং প্রতিমন্তব্যে চমৎকার কথা বলেছেন, ভাল লেগেছে।
আপনার এই পোস্টের আগের পোস্টগুলোতেও আমি মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, একবার সময় করে দেখে নেবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: স্বাগতম।