![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
হাওয়ায় উড়ন্ত ফড়িঙ যেমন
সত্যের তরে এ মন উৎসর্জন,
এই বুকের ভেতর হিয়ার মাঝে
আছো প্রভু আমার অনুভব জুড়ে।
সদা তোমারই তরে
তোমার স্মরণে,
সুবাহান আল্লাহ্ ,আলহা'মদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।
শিশুর প্রতি মায়ের দরদ যেমন
তোমার দয়া তার চেয়ে নয় কম,
তাই তো এই মন জিকির করে
প্রতিক্ষনে তোমার তরে,
সদা তোমারই তরে
তোমার স্মরণে,
সুবাহান আল্লাহ্ ,আলহা'মদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।
আষাঢ়ের কালে জলবায়ু যেমন
কষ্টের পরে স্বস্তি তেমন,
এমনি করে পার করতে চাই
মরনশীল এই ক্ষুদ্র জীবন।
সদা তোমারই তরে
তোমার স্মরণে,
সুবাহান আল্লাহ্ ,আলহা'মদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।
এই বুকের ভেতর হিয়ার মাঝে
আছো প্রভু আমার অনুভব জুড়ে।
সুবাহান আল্লাহ্ ,আলহা'মদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।
ইসলামের ডায়েরি থেকে বলছি-২,
মাহমুদুর রহমান।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৩
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।আমীন।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৮
ইসিয়াক বলেছেন: সুন্দর
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৪
মাহমুদুর রহমান বলেছেন: ভালো থাকবেন প্রিয়।
৩| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:১৫
খায়রুল আহসান বলেছেন: প্রভুর করুণার আচ্ছাদনে আমরা প্রতিটি মুহূর্ত আচ্ছাদিত। কোন প্রশংসাই তার করুণার কণা মাত্রর জন্য যথেষ্ট নয়।
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: মাশাল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
৪| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহু আকবার।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।