![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
দূর্নীতি এক উন্মুক্ত পাখি
নির্বাধে উড়ে ফিরে,
দূর্নীতি আজ খাচায় ঢুকায়
নিরীহ মানবতাকে।
দূর্নীতি এক মহামারী রোগ
যাকে পাবে তাকে ছোঁবে,
দূর্নীতি এক মহাবিস্ময়
ইহা লোভনীয় তো বটেই।
দূর্নীতি হয় জাগায় জাগায়
চেনা অচেনা নগরীতে,
দূর্নীতি আজ পৌছে গেছে
চরম সীমানাতে।
দূর্নীতি যারা করে তারা
কি চায় স্বদেশের কল্যান,
তারপরও আজও ছোট বড় পদে
তারাই তো পায় আসন।
দুর্নীতি ভুলে থাকতে চায়
একদিন এই জীবনের হবে মরন,
অতঃপর,দুর্নীতি কত নৃশংস
তারা সেদিন করবে স্মরন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৩
মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ।
জেনে আমারও ভাল লাগলো।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: সকল দূর্নীতিবাজদের টাকা গুলো নিয়ে দেশের কল্যানে ব্যয় করা হোক।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৪
মাহমুদুর রহমান বলেছেন: আমরা কেবল এভাবেই বলতে পারবো।আর ক্ষতি যা হওয়ার তা ঠিকই হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: দুর্নীতি নিপাত যাক।
জননীর মুখে হাসি ফুটুক।
ভালো লাগলো।