নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

মাহমুদুর রহমান

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

জীবনের উদ্দেশ্য কি?

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯


ধরুন একজন ব্যক্তি ইঞ্জিনিয়ারিং পড়ছেন।তাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে কি করবেন?তিন হয়তো বলবেন, জানি না।অর্থাৎ বোঝা গেল এই ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন এক্ষেত্রে তার কোন উদ্দেশ্য নেই।আবার ধরুন একজন ব্যক্তি হাটতে হাটতে একটা রাস্তার মোড়ে এসে দাড়ালেন।এমন সময় তার পাশ কেটে যাওয়া একজন পথিককে তিনি জিজ্ঞেস করলেন এই রাস্তা কোথায় গিয়েছে, ভাই?পথিক জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন?তখন ঐ ব্যক্তি বললেন, আমি জানি না।পথিক তখন বলবেন আপনি যেকোন স্থানেই যান, কোন সমস্যা হবে না।এখানে লোকটার কোন উদ্দেশ্য নেই। তার কাজ এখানে কোন পার্থক্য সৃষ্টি করে না কারন তার কোন গন্তব্য নেই।আবার ধরুন,একজন বিল্ডার একটা বিল্ডিং করবেন আর সেজন্য মাটিতে গর্ত করছেন।এখন একজন এসে তাকে জিজ্ঞেস করলেন,এই বিল্ডিং কত তলা হবে, ভাই? বিল্ডার বললেন,জানা নেই।অর্থাৎ এখানে বিল্ডারের নির্দিষ্ট কোন লক্ষ্য নেই।

আবার ধরুন, একটা কুকুর সব সময় গাড়ি দেখলেই তাড়া করে।প্রতিবেশী এক লোক একদিন এই কুকুরের মালিককে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার কুকুরটা গাড়ি দেখলেই শুধু তাড়া করে ব্যপার কি?কুকুরের মালিক বললেন আমার কুকুরটা গাড়ি দেখলেই তাড়া করে এটা বড় কথা না, আমার চিন্তার ব্যাপার হলো সে গাড়ি ধরতে পারলে কি করবে? দুর্ভাগ্যজনকভাবে আমরাও এই কুকুরটার মতো কিংবা গন্তব্যহীন ঐ লোকটার মতো আমাদের এই জীবনটাকে পার করে দিচ্ছি।

আবার ধরুন আপনার কোন বন্ধুকে আপনি জিজ্ঞেস করলেন, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো কেন?সে বলবে কারন আমার বাবা বলেছে। আপনি কোন ছাত্রকে যদি জিজ্ঞেস করেন, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো কেন?সে তখন বলবে কারন আমার বন্ধু এই বিষয়ে পড়ছে তাই।অর্থাৎ ছাত্রটা তার বন্ধুর উদ্দেশ্যকে না বুঝেই নকল করছে। আর এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের মতোই আমরা অন্যকে নকল করার চেষ্টা করি বেশীরভাগ ক্ষেত্রে না বুঝেই। এখন মূল আলোচনায় আসিঃ

আমাদের এই জীবনের মূল উদ্দেশ্য কি?

পৃথিবীতে এই যে আমাদের অস্তিত্ব এটার উদ্দেশ্যটা কি? আপনার কি মনে হয় আপনি কিংবা আপনার পরিচিত কেউ এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবেন?উত্তর হবে না।তাহলে কি আলবার্ট আইন্সটাইন কিংবা হুমায়ুন আহমেদ এর উত্তর দিতে পারবেন? অবশ্যই এরও উত্তর হবে না।তাহলে কি দার্শনিকগন এর সঠিক উত্তর দিতে পারবেন?এরও উত্তর হবে না। জীবনের উদ্দেশ্য কি তার উত্তর দিতে পারবেন কেবল তিনিই, যিনি জীবন নামক বস্তুটাকে সৃষ্টি করেছেন।আর তিনি হলেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান মহান আল্লাহ্‌ রাব্বুল আ'লামিন।

সূরা আল-জারিয়াত, আয়াত ৫৬ তে উল্লেখ আছেঃ
জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদাত করবে।

এখানে ইবাদাত বলতে,গোলামী করা কিংবা উপাসনা করা কিংবা মহান স্রষ্টার বিধি-নিষেধ মেনে চলা।সর্বোত্তম প্রভু মহান আল্লাহ্‌ বলেছেন,পাঁচটি স্তম্ভ মেনে চলতে হবে।তাওহীদ, নামাজ, রোজা, হজ্ব, যাকাত।এই কাজগুলোর যে কোনটি যদি আপনি করে থাকেন তাহলে আপনি আল্লাহর ইবাদাত করছেন।যদি চুরি, প্রতারনা, মিথ্যা বলা থেকে বিরত থাকেন তবে আপনি আল্লাহর ইবাদত করছেন। এক কথায় আপনি যদি নিজের ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করে আল্লাহর নির্দেশ মেনে চলেন তবে আপনি আল্লাহর ইবাদত করছেন। আর মানুষের সব কাজকেই ইবাদাতের ক্যাটাগরিতে রাখা যায় যদি তিনি দুটো শর্ত মেনে চলেন।

১। আমরা যে কাজগুলো করবো তা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।
২। আর যে কাজটা করবেন তা হলো সুন্নাত অনুযায়ী যেভাবে আমাদের সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহ'ম্মদ (সঃ) করে গেছেন।

যদি এই শর্ত অনুযায়ী কাজ করেন তবে আপনার সব কাজকেই ইবাদত বলে গন্য করা হবে।

যখন আপনি কোন যন্ত্রপাতি কিনেন সেটার সাথে দেখবেন একটা ইন্সট্রাকশন ম্যানুয়াল দেয়া থাকে।আর মানুষকে যদি আপনি একটা ম্যাশিন ভাবেন তাহলে আপনিও মানবেন মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন।আপনার কি মনে হয় না যে এই ম্যাশিনেরও একটা ইন্সট্রাকশন ম্যানুয়েলের প্রয়োজন আছে?আর মানবজাতির জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইন্সট্রাকশন ম্যানুয়াল হচ্ছে আল-কোরআন।

ইসলামের ডায়েরী থেকে বলছি_৩(প্রথম ভাগ)।
মাহমুদুর রহমান।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১০

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
শুভসন্ধ্যা

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্টে আপনি ইন্জিনিয়ারকে প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন; আপনি ইন্জিনিয়ার হয়ে উত্তর দিচ্ছেন কেন, আপনি কি ইন্জিনিয়ার?

কুকুর কেন গাড়ীকে তাড়া করে, বিড়ালকে তাড়া করে, সেটা কি সে তার মালিককে জানায়?

আপনার ভাবনা আপনার মতোই; তবে, আপনি প্রফেশানেলী কি করেন আমার জানা নেই; শুধু একটা বিষয় পরিস্কার হয়েছে যে, আপনি ইন্জিনিয়ার নন; এবং কুকুরের ডাক্তার নন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

মাহমুদুর রহমান বলেছেন: আমি একজন ছাত্রকে প্রশ্ন করেছি।ইঞ্জিনিয়ারকে নয়। লেখা না পড়ে মন্তব্য করবেন না।


পুরো লেখা আবার পড়েন।

লেখা নাপড়ে মন্তব্য করেছেন আর এখান থেকেই বোঝা যাচ্ছে, একজন মূর্খ ব্যক্তির প্রতিক্রিয়া কখনও সুন্দর হতে পারে না।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের পোষ্ট লিখতে আসল ইন্জিনিয়ার, আসল ডাক্তার, আসল দার্শনিককে প্রশ্ন করে উত্তর নিয়ে, এনালাইসিস করতে হয়; নিজে প্রশ্ন করে, নিজে উত্তর দিয়ে, উপসংহারে আসা বুদ্ধিমানের পরিচয় নয়। আপনার লেখা থেকে মনে হচ্ছে, আপনি দর্শনের ডেফিনেশনও এই জীবনে হয়তো শিখতে পারবেন না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

মাহমুদুর রহমান বলেছেন: হে হে হে।
আমি কিন্তু রাগ করি নাই আপনার মন্তব্যে বরং আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছি আর বুঝেছি আপনি বিষয়টাকে পেঁচানোর চেষ্টা করছেন যার আউটপুট শূন্য।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: জীবনের উদ্দেশ্য
১/ নামাজ পড়া, রোজা রাখা, মানে কোরআন হাদীসে যা যা আছে সব মেনে চলা।
২। যত দিন বেঁচে আছো, রঙ্গ তামাশা করে নাও।
৩/ জীবনটা উপভোগ করে নেওয়া।
৪। মানবের কল্যানে কাজ করে যাওয়া।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৯

নূর আলম হিরণ বলেছেন: আপনি কয়জন ইঞ্জিনিয়ারকে এই প্রশ্ন করেছেন? কয়জন এই উত্তর দিয়েছে? আসলে এই উত্তর আপনার নিজের বানানো। ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী কিংবা ব্যবসায়ী সবাই এই উত্তর দিবে বলে আপনি মনে করেন?

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭

মাহমুদুর রহমান বলেছেন: চাঁদগাজী পার্ট টু,
আগে লেখা পড়বেন বুঝবেন তারপর মন্তব্য।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জীবনের কোন উদ্দেশ্য নাই। যিনি জীবন সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য আছে। তিনি চান, তাঁর সৃষ্ট জীবন তার ইবাদত করুক।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই।
ভালো থাকবেন।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

বঙ্কু বাবু বলেছেন: জীবনের উদ্দেশ্য অজানাকে জানা, কুয়োর ভিতর থেকে বের হওয়া।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: আর সেজন্যই এই পোষ্ট।
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.