নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

মাহমুদুর রহমান

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

খন্ড খন্ড ভাবনারাশি_৬

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪


১।
জুম্মন সাহেব আমাকে প্রায়ই বলতেন,
মাহমুদ, হাইফাই স্টাইলে কখনও চলাফিরা করবি না।কারন এতে করে মনে অহংকারবোধ কাজ করে।তুই বরং সাধারণভাবেই চলাফেরা কর।
বললাম,এতে কি লাভ হবে?
এতে কি লাভ হবে, জানিস না?
বলেন নি তো!
আরে বেটা, মহামানবগন তো এভাবেই চলতেন।তাদের মনে কোন অহংকারবোধ ছিলো না।সেজন্য আজ লোকে তাদের শ্রদ্ধাভরে স্মরন করেন।

২।
এই পৃথিবীটা দুই দলে বিভক্ত।ডানপন্থী ও বামপন্থী।ডানপন্থীদের উদ্দেশ্য শান্তি ও আলোচনা আর বামপন্থীদের উদ্দেশ্য হীনতা ও উগ্রতা।

৩।
আকাশটা অসীম! কারন আমাদের ব্রেইন এর শেষ জানে না।

৪।
আমি বড্ড অগোছালো একজন মানুষ।বিশেষ করে কথাবার্তায়।অগোছালো কথার কারনে আমাকে অনেকে এড়িয়ে চলেন।আমি খুব কষ্ট পাই।সে মানুষগুলোর ব্যাবহারে নয় বরং নিজের অশুদ্ধতার কারনে।আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষন্নতাই না অনুভব করি!

৫।
মির্জা ফখরুল-ক্যাসিনো চালাচ্ছে যুবলীগ-আওয়ামিলীগ।
ওবায়দুল কাদের- ক্যাসিনো শুরু করেছে বিএনপি।

৬।
আজ বৃষ্টি হয়েছে।একটা সময় হৃদয় রাঙ্গিয়ে বৃষ্টিতে ভিজতাম।বৃষ্টির ছন্দে হৃদয়ের রন্ধে এক আকাশ আনন্দ অনুভব করতাম।এখন আর সেই বয়সও নেই , সেই অনুভূতিও নেই।আসলে সময়ের সাথে সাথে মানুষের সকল আবেগ-অনুভূতি পরিবর্তন হয়ে যায়।

৭।
যতই ফেসবুকে লিখি, মন কিন্তু ব্লগ বাড়িতেই।

৮।
মহান আল্লাহর কাছে শুকরিয়া।তিনি আমাকে এতো ভালো রেখেছেন!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ সুন্দর হয়েছে লেখা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৭

মাহমুদুর রহমান বলেছেন: আলহা'মদুলিল্লাহ, বোন।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

আরোগ্য বলেছেন: পোস্টটা পড়ে ভালো লাগলো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো থাকুন।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৭

মাহমুদুর রহমান বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.