![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
সুবেহ ঘনাবার আর কত দেরী, হে বারী?
আমার চারদিক জুড়ে নিকষ কালো আঁধার!
আমি আঁধারের বুকে মার্তন্ড দেখি ভুলে।
হে বারী, আমার আসমান ভরা কালোমেঘ।
যতদূর যায় দু’চোখ বুকফাটা হাহাকার দেখি,
আহ! আমার গাল বেয়ে ঝরে পড়ে অশ্রুরা।
আমি অতিশয় দুর্বল না কিছু করিবার পারি।
হে বারী,আমি না কিছু করিবার পারি।
যবে দেখি বীরবল বিনাদোষে পরাভূত হয়
শিশুর নিথর কায়া মলিন স্তুপে পড়ে রয়,
যবে নিরীহ শিশু-মা-বোনেরা হয় বখাটের বলী
আমি বুক চিরে কাঁদি, হে বারী?
না কিছু করিবার পারি।
যবে আমার যুবক ভাই লড়ে হীনতার প্রতিকূলে,
নৃশংসতা দূরীকরনে তুফান গড়ে তোলে,
তব এক দরিয়া কালোমেঘ এসে পড়ে,
আমি হতাশায় ভাসি,হে বারী।
না কিছু করিবার পারি।
আর কত কালোমেঘ,বীভৎস হুঙ্কার?
আর কত দেখবো নিরীহের চিৎকার?
এভাবে আর কত বল না,হে বারী?
আর কত খোয়াবো রঙ্গিন খা’ব?
আমি এক অকৃতজ্ঞ জাতি!
তুমি তো মেহেরবান-দয়ালু, হে বারী,
এবার দাও না গো রহমতের দ্বার খুলি।
আমি হৃদয় ছোঁয়া শ্বাস নেব মনুষ্যত্ব হেরি।
আর যদি না দাও তবে কেউ নেই,
যে এনে দিবে ক্ষনিক রশ্মি এই অসভ্যতা জুড়ি।
আমি এক অকৃতজ্ঞ নাফরমান শুধু একটাই দাবী
ওগো এবার একটু রহম করোনা, হে বারী!
০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৫০
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহর সুন্দরতম নামসমূহের একটি হলো আল বারী।যার অর্থ সঠিকভাবে সৃষ্টিকারী।
২| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: কবিতায় আপনার আবেগ সুন্দর প্রকাশ পেয়েছে।
০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: রাজীব ভাই আপনার উপস্থিতি আমার অনুপ্রেরনা।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১০
ল বলেছেন: হে বারী! ---- মানে কি ?