নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

মাহমুদুর রহমান

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

খন্ড খন্ড ভাবনারাশি_ ৯

১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৪


১|
আকাশের বুকে অজস্র তারার মেলা তবে চাঁদের ওপর থেকে আমার চোখ সরে না।কতই না দৃষ্টিনন্দন সে চাঁদ!আমি খোলা চোখে সেটা উপভোগ করি আর অনুচিন্তনে কেবলই আল্লাহর প্রশংসায় মাতি।

২|
হে আল্লাহ,
পৃথিবীর আকাশে এমন এক অপরুপ চাঁদ সৃষ্টি করে আমাকে তুমি করেছো সু-মহান।তবে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জানাতে পারবো না।কারন আমি শেষ করতে পারবো না।তোমার প্রতি অবিরত সিজদাহ।

৩|
আমার প্রোফাইলে অনেক দেশপ্রেমিক ছাত্র-ছাত্রী আছে।নিউজফিডে প্রবেশ মাত্রই দেখি, দেশের তরে এদের আবেগভরা দুধর্ষ স্ট্যাটাস।তবে কখনও আল্লাহকে স্মরন করে একটা স্ট্যাটাস দিয়েছে আমি দেখেছি বলে মনে পড়ে না।

৪|
কিভাবে মরবো? কি নিয়ে মরবো ? আমি জানি না।মৃত্যু নিয়ে আমি বেশ শঙ্কিত।আসলে স্বল্প স্থায়ী এই জীবনে পূন্যের চেয়ে আমার পাপের মাত্রা এতো বেশী যে আমি এখন মরতে ভয় পাই।

৫|
যেখানেই থাকুন আকাশের পানে মুখ তুলে দেখবেন, চাঁদ কিন্তু একটাই।

৬|
সুখ-দুঃখ যত সম্ভার সব কালক্ষয়েই হারায়।

৭|
দেশের কোচিং সেন্টার ও শিক্ষকদের ব্যক্তিগত টিউশনই প্রমান করে বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কতটা উন্নত!

৮|
বক্ষঃস্থলে লুকানো যত কথামালা বোকা মানুষ সেগুলো নির্দ্বিধায় প্রকাশ করে দেয়।উদ্দেশ্য কেবলই সুখের আশায় একটুখানি প্রেম।কিন্তু প্রেম তো মেলে না, শুধু সুখ চলে যায়।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


৪ নং:

মনে হচ্ছে, আপনার সম্পর্কে আপনার অনুধাবন ঠিক আছে

২| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ভাবনা চিন্তা

৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

নজসু বলেছেন:




সত্যি বলেছেন।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরশু মনে হয় পুর্নিমা গিয়েছে। গিন্নিকে নিয়ে ছাদে গিয়ে অনেকক্ষণ চাঁদের দিকে তাকিয়ে ছিলাম।
৮ এ একটি রবীন্দ্র সঙ্গীতের ভাব প্রতিফলিত হয়েছে।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: এত এত ভাবনা আপনার। রাতে ঘুমান কিভাবে??

৬| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৬

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল উপলব্ধির কথা ।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫২

ইসিয়াক বলেছেন: চমৎকার । সত্যি ভাবনা গুলো সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.