নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

মাহমুদুর রহমান

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

শান্তি চাই!

২১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮


হিন্দু হয়ে কি লাভ
যদি অন্যের অনুভূতি করো কষাঘাত,
বলেছে কি তোমার ঐ বেদ
যদি দেখো বিধর্মী তবে করো মন্দমুখ?

কি লাভ হয়ে মুসলমান
যদি নাই বা শোন বিশ্বনবীর আহ্বান ,
বলেনি তো তোমার ঐ কোরআন
যদি মন্দ কাজে সাড়া দাও হবে লাভবান।

ভাবো কি পাবে খুব সুখ
নিরীহ নিরপরাধকে দিয়ে বুকভরা দুখ?
হা হা হাসি পায় খুব
যখন দেখি তোমাদিগের অন্ধকার বিবেক।

অতঃপর,

যদি ভালো চাও তবে আসো করি সমাগম
আসো সেই কথায় যাহা পরস্পর সমান,
করো হে মানুষ সকলে মাদলের সন্ধান
অশান্তির দুয়ারে বাজবো শান্তির আহ্বান।

তুমি হিন্দু আমি মুসলমান
আসো দুজনায় মিলে ধরি গান,
শান্তি চাই আমরা শান্তি চাই
শান্তি রক্ষায় করবো আত্মদান।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৫

যাযাবর চখা বলেছেন: বর্তমান যুগে শান্তি পাওয়া সম্ভব না।

২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: ইচ্ছে করলে উপায় আল্লাহই বের করে দিবেন।

২| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: হিন্দু মুসলমান পরে আগে মানুষ হয়ে দেখাও।

৩| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪১

জাতির বোঝা বলেছেন:
বাংলাদেশের মানুষরা দিনে দিনে অমানুষ হয়ে যাচ্ছে।

৪| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫২

সুপারডুপার বলেছেন:

৫| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৪৯

বলেছেন: শান্তি আছে অশান্তিতে।

৬| ২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:১০

ঢাবিয়ান বলেছেন: সুন্দর কবিতা।সবার এই ধরনের মানসিকতা অর্জন করা প্রয়োজন। যেই ভোলায় মসজিদের ইমাম সাহেব সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চেয়েছিল, সেই একই জায়গায় মাদ্রাসার ছাত্ররা উত্তেজনাকর পরিস্থিতিতে মন্দিরে পাহাড়া বসিয়েছিল । বড়দের যেখানে ছোটদের সঠিক রাস্তা দেখানোর কথা , আমাদের দেশে এখন চলছে ঠিক তার উলটো। ছোটরাই বিভিন্ন সময়ে রাস্তায় নেমে এসে দেখাচ্ছে সঠিক রাস্তা কোনটা।

৭| ২২ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতায় এভাবে চাওয়া যেতেই পারে, তবে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজে সুশাসন, সুনীতি প্রতিষ্ঠা প্রয়োজন সর্বাগ্রে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.