![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
আমি একজন ব্লগার
লিখতে বড্ড ভালোবাসি,
তর্ক-যুক্তি বিদ্যা-বুদ্ধি
এহেন সব কিছুতেই আছি।
পরওয়া করিনা লাডবাহাদুর
চলতি পথের পাগলা কুকুর,
কলম শিখায় অনল হাতে
পথ পাড়ি দিই দূর-বহুদূর।
আছে যত শিক্ষিত-মূর্খ
নানান রঙ বেরঙের মানুষ,
গদ্ম-পদ্ম দিনলিপিতে
সেবছি রঙ্গিন ফানুশ।
লক্ষ্য আমার প্রানবন্ত
একটি পৃথ্বী গড়বো,
ভদ্র সুশীল নারী-পুরুষ
সেখানেতেই রাখবো।
২| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল কাব্যপাঠ ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: আমি আজও একজন ব্লগার হতে পারি নি।
প্রধান কারন দেশের সমস্যা ও সমাধান নিয়ে ভালো কিছু লিখতে পারিনি।