নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

মাহমুদুর রহমান

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ও আমার

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৬

এই ভালা আর লাগে না ভালা
এমনি কতকাল রইবো তুই বিনা,
কয়েদী মনডা খাঁচাবন্দী রইছে হায়রে
কত বর্ষ ধইরা!

ও আমার, মহুয়ার মালা
তুই দে না গলায় পরাইয়া,
পাপড়ির আবডাল ভেদ করিয়া তোরে
দেখমু বিভোর হইয়া!

আমার মনের আবডালে
ফুলবানুয়া তোরে,
রাখমু যতন কইরা।

কাছের ধইরা তোরে লইয়া
ভাবি আমি দিবা-নিশিথে,
নীহার অনল হিয়ার ভেতর
জ্বলে সানন্দে!

আমার এতো সখের
মন সুরভি কাহার
আশায় দিবস গুনে?

তুই থাকিস ঐ পারে দরিয়ার
আমি মাস্তুলে হাতে কইরা দাঁড়,
পলকেই পৌঁছাই যাইমু তোর বাড়ি যদি
দেখা পাই ইশারার।

_মাহমুদুর রহমান।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুন্দর কাব্য,ভালো লাগলো ।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২০

মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ।অনেক ধন্যবাদ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৮

মাহমুদুর রহমান বলেছেন: শুকরিয়া।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১২

চাঁদগাজী বলেছেন:


শেষে কবিতাও লিখে ফেলেছেন? এবার ছুটি

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭

মাহমুদুর রহমান বলেছেন: রুটি গরম করুন।আমি মাংস হাতে তৈরি আছি।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: বাহ !

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

মাহমুদুর রহমান বলেছেন: শুকরিয়া।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১১

সাইন বোর্ড বলেছেন: বেশ অনুভব ।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৫

মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ , সাইন বোর্ড।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: ইশারার অপেক্ষায় থেকে অনেকে জীবনটাই পার করে দেয়, তবু দরিয়া পার হতে পারেনা! :)

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: সত্য বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.