নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

মাহমুদুর রহমান

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিগত দিনলিপি থেকে বলছিঃ- ০৪

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০২


১.
আজকে দেখলাম আমাদের পুকুরের মধ্যে একটি বিরল প্রজাতির প্রানীর মরদেহ পড়ে আছে।আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে লেইঞ্জা বলা হলেও প্রানীটি "গন্ধ গকুল" নামেই সমাধিক পরিচিত।প্রাণীটির নিথর দেহ পুকুরে ভাসতে দেখে বড্ড কষ্ট পেলাম।কানাঘুষা জানতে পারলাম এটাকে বিশ খাইয়ে দেয়া হয়েছিলো। মানুষ কত নিষ্ঠুর!

২.
আমি সালাম দিই।বয়সে হোক সে ব্যক্তি ছোট কিংবা বড়।আমি চাই না আমার মাঝে ন্যূনতমও কৃপণতা বিরাজ করুক।

৩.
কথায় আছে, "গ্রামের মানুষ শিক্ষিত ব্যক্তির কদর করে"।আমি মনে করি ওরা অশিক্ষিত ব্যক্তিদেরকেই বেশী সম্মান করে।না হলে এতো দিনেও তাদের স্বভাব বদলায় নি কেন?যেদিকেই চোখ জুড়াই সেদিকেই কুসংস্কার।

৪.
এ কথা বলতে আমার ন্যূনতমও আপত্তি নেই যে মুখোশের আড়ালে সকলের মতই আমিও ভিন্ন একজন মানুষ।অন্যদের আর আমার মাঝে পার্থক্য শুধু এই যে, আমি প্রকাশ করি আর তারা লুকিয়ে রাখে।

৫.
আমাকে কেউ এড়িয়ে চললে আমি রাগ হই না।আচ্ছা রাগ করেই বা কি লাভ ? সে তো কোনদিনই আমার অভিমান ভাঙ্গাতে আসবে না।

_মাহমুদুর রহমান।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার পোস্ট।
মানুষ পশুর থেকেও খারাপ তাইতো পশুকে বিষ খাওয়ানো হয়!

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১০

মাহমুদুর রহমান বলেছেন: বিবেক তবে কবে ফিরবে?

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: আপনার অভিজ্ঞতা হচ্ছে এটাই বড় কথা। মানুষের জীবনে সবচেয়ে বড় সঞ্চয় তার অভিজ্ঞতা।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১১

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ, রাজীব ভাই।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬

কনফুসিয়াস বলেছেন: ৩ নং পয়েন্টের সাথে পুরোপুরি সহমত।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৩

মাহমুদুর রহমান বলেছেন: বাকীগুলো?

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৪

কিরমানী লিটন বলেছেন: চমৎকার বাস্তবতা - সব পয়েন্টেই সহমত.....

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪

মাহমুদুর রহমান বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম।কেমন আছেন সুহৃদ কিরমানী লিটন ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.