নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

মাহমুদুর রহমান

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিগত দিনলিপি থেকে বলছি-০৫

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০১

১।

আমি আমার ভালো লাগার মানুষগুলোকে প্রায়ই বলি, একজন ভালো বক্তা হতে চাইলে ব্লগার রাজীব নূরের লিখাগুলো পড়তেই হবে।মাশা আল্লাহ্‌ কি দারুন তার লিখার ধরণ।আমি তার কথাগুলো হৃদয়ে ধারন করি যেগুলো আমার জন্য কল্যান কর মনে হয়, সেগুলো নয় যেগুলো ভিত্তিহীন।আমার জীবনে বিরাট একটা পরিবর্তন এসেছে তার মাধ্যমেই,আলহা'মদুলিল্লাহ।রাজীব নূরের জন্য মন ভরে দোয়া করি তিনি যেন আরও ভালো একজন লিখক হন যেন অন্যরা উপকৃত হয়।

২।

আমি চেহারা কম দেখাই।কারন এটা আমাকে বিচার করার জন্য যথেষ্ট নয়।আমাকে বিচার করতে হলে প্রথমে আমার হৃদয়ের অপ্রকাশিত কথামালা জানতে হবে।এর মাধ্যমেই লোকে আমাকে বিচার করতে পারবে।প্রমান করতে সক্ষম হবে আমার মধ্যে ভালো মন্দের তফাৎ।

৩।

ব্লগে আমার অনেক ইতিহাস আছে গুটিকয়েক মানুষের সাথে; যেটা আজীবন স্মরনীয় হয়ে থাকবে সুবিধাবাদীদের মনে।এতে আমার কিছুই যায় আসে না।

৪।

আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, ধর্ম হয়ে গেছে সংস্কৃতি আর অধর্ম হয়েছে সংবিধান।

৫।

রাতের বেলা লিখতে বড্ড আনন্দ পাই।চিন্তায় বাধা আসে না।আসলে নীরবতাকে আমি পছন্দ করি এই জন্যই।

৬।

আমি অবলোকন করেছি, উপদেশমূলক যে সকল বানী তার সবগুলোই এই যুগের মানুষের মনে আধ্যাত্মিক বানী নামে স্থান পেয়েছে।তাই মানুষ সেগুলো এড়িয়ে চলে।আসলে মানুষ জ্ঞানহীনতাকেই বেশী পছন্দ করে।আল্লাহ্‌ তা'লা বলেন, ইন্নাশ শাইত্যোয়ানা লিল ইনসানি আ'দুউম মুবিন অর্থাৎ নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন।

[সুরা ইউসুফ- আয়াতঃ০৫]

_মাহমুদুর রহমান।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লাগলো আপনার কথাগুলো।

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও ভালো লাগলো।ধন্যবাদ জানবেন।

২| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০০

জগতারন বলেছেন:
আমি রাজীব নূর -এর লিখা বেশী পড়ি না।
আমার ভালো লাগে না। কারন
ব্লগে এত ব্যাক্তিগত, স্ত্রী, মেয়ে, পড়িবার-এর ছবি কেন দেওয়ার প্রয়োজন হবে ?
আর কোনও ব্লগারতো এমন করেন না।

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ দেয় এটা তার ব্যক্তিগত।হাজার বুঝালেও সে বুঝবে না হয়তো।কিন্তু তাই বলে তার সৃজনশীলতাকে এড়িয়ে যাওয়া ঠিক নয়।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আসলেই সব মানুষের ভালোটা গ্রহন করা উচিত। খারাপটা বজর্ন করা। এটাই বুদ্ধিমানে রকাজ।

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

মাহমুদুর রহমান বলেছেন: দারুন বলেছেন।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কথামালা ভাল লাগল ।
ব্লগার রাজীব নুর আমারও একজন পছন্দের মানুষ !

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো মানুষকে সকলেই পছন্দ করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.