![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
১।
দীর্ঘদিন যাবত ব্লগে আসতে পারি নাই।সমস্যা হলো আমার মোবাইলে নাই।ল্যাপটপ আছে কিন্তু ইন্টারনেট নাই।অরেঞ্জ কম্পানির একটা সিম মডেম কিনলাম।সিম প্রবেশ করানোর পর বলছে ইনভেলিড সিম।দোকানির কাছে গিয়ে অভিযোগ করলাম তিনি আমাকে আরেকটি দিলেন কিন্তু সেটাও একই কথা বলছে।আমি উপায় খুঁজছিলাম কিভাবে এই সমস্যার সমাধান করা যায়।তাই হেল্প অপশনে গিয়ে এই বিষয়ে দীর্ঘ খোঁজা খুঁজির পর দেখলাম ইনভেলিড সিম আসলে কম্পানির সাথে যোগাযোগ করতে। আরে আমি কেন আপনাকে কল দিতে যাবো?আপনার দায়িত্ব হচ্ছে আমাকে এমন সার্ভিস দেয়া যেন আপনার বিরুদ্ধে আমার কোন অভিযোগ না থাকে।অদ্ভুত কোম্পানি!
২।
ঢাকা শহরের ফ্লাট বাসার মেসগুলোতে চলে দুই নম্বরি ব্যাবসা।একজন একটা ফ্লাট নিল।তারপর তিনি সেটাকে মেসে পরিনত করলেন।এখানে উদ্দেশ্য হলো ব্যাবসা।এতে অধিকাংশ লোকই নিজের এবং অন্যদের প্রতি জুলুম করেন।
৩।
আমি লক্ষ্য করেছি, প্রতিটি সাদাকালো মনের ভেতর লুকিয়ে থাকে একটি রঙিন অন্যভূতি।কেউ প্রকাশ করে আর কেউবা লুকিয়ে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।
৪।
মানুষের সাথে আগ বাড়িয়ে কথা বলি।এতে আমার হৃদয়ে অহংকার স্থান পাবে বলে মনে করি না।
৫।
আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সবার সাথেই মিশি।আমার সাথে ঢাকা শহরের বসতি থেকে শুরু করে ধনী লোকটার সাথে পর্যন্ত সম্পর্ক রয়েছে।কারন আমার দরকার শিক্ষার।যারা যোগ্যতার বিচারে মানুষের সাথে সম্পর্ক করেন তারা এক ঘেয়ে।আর তাই অনেক ক্ষেত্রেই তারা মানষিক তৃপ্তি থেকে বঞ্চিত হন।
৬।
আমার কথায় আহত হন কিংবা বিরক্ত হন এমন লোকেদের থেকে নিজেকে সর্বদাই আড়াল করি।কারন আমার কারনে কেউ বিরক্ত হবে এটা আমার কাছে শোভা পায় না।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৯
মাহমুদুর রহমান বলেছেন: জানলাম, মিঃ একডজন ব্লগার।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: ২ নং টা গুরুত্বপূর্ন।
এটা অনেক বড় সমস্যা।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২০
মাহমুদুর রহমান বলেছেন: হুম।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৬
কনফুসিয়াস বলেছেন: সবগুলো পয়েন্ট ভাল লাগল। আর ঢাকা তো দিনে দিনে বস্তি হচ্ছে।
ধনী থেকে গরীব সবার সাথে কিভাবে মিশেন? উপায় নিয়ে একটা পোষ্ট আশা করছি। ধন্যবাদ জানবেন।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২০
মাহমুদুর রহমান বলেছেন: ইনশা আল্লাহ্।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০২
হাবিব বলেছেন: আগ বাড়িয়ে কথা বলবে অনেকেই ব্যক্তিত্বহীন ভাবে।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২১
মাহমুদুর রহমান বলেছেন: যার যার দৃষ্টিভঙ্গি
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: খুব সুন্দর কিছু কথা বলছেন ।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২১
মাহমুদুর রহমান বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনি আদর্শ প্রজাতি