![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
একজন মানুষ যিনি মানুষ সম্পর্কে ঘাঁটেন এবং অন্যদের কাছে সেই মানুষের বিবরণী তুলে ধরেন তা সুন্দরভাবে তুলে ধরা উচিৎ নাকি অসুন্দরভাবে?এক সময়ের সাবানা সিনেমায় অভিনয় করতো আর আজকের সাবানা আল্লাহ তা'লার হেদায়েত প্রাপ্ত।কি বিস্তর পার্থক্য তাদের মাঝে!এখন সাবানা পর্দা ছাড়া চলতে পারেন না।এখন যদি সাবানা সম্পর্কে আপনাকে লিখতে বলা হয়।তাহলে আপনি কি লিখবেন?
আপনি তো জানেন সাবানা হচ্ছে বাংলা সিনেমার নায়িকা।আপনি তার জন্ম-বাসস্থান-কর্ম নিয়ে লিখতে শুরু করলেন।অতঃপর আপনি তার কয়েকটি হিটগান তুলে ধরলেন;হিট হিট সিনেমার নামও উল্লেখ করেছেন।যিনি সাবানা সম্পর্কে আপনার লিখা পড়বে তিনি পোষ্টে থাকা গান কিংবা সিনেমা সম্পর্কে মতামত ব্যক্ত করবেন।ওহ ঐটা তো খুব সুন্দর সিনেমা;আমি অনেকবার দেখেছি;সাবানাকে সুন্দরই দেখাচ্ছিলো; আরে ঐ গানটা আমার কাছে একরাশ ভালো লাগা;আমি প্রতিদিনিই শুনি।
এখন প্রশ্ন হলো এতে কি লাভ হলো?উত্তর একেকজন একেকভাবে দিলেও একজন মুসলিম হিসেবে আপনি কিন্তু বলবেন,পবিত্র ভাবনায় নাপাক কখনো স্থান পায় না।কারন হলো, এটা হারাম কাজ আর হারাম কাজে আমার কোন আগ্রহ নেই।এছাড়াও সাবানা সম্পর্কে তার যেসব ইতিহাস বৃত্তান্ত লিখা হয়েছে কিন্তু সেটা কি তার থেকে অনুমোদিত? এমনও প্রশ্ন উঠতে পারে।উত্তরে যদি না আসে তবে একজন মুসলিম হিসেবে অপর মুসলিমের গীবত করলেন আপনি।এমনও প্রশ্ন হতে পারে সাবানা কি আগের অবস্থান থেকে বেরিয়ে এসেছে? যদি বেরিয়ে আসে তাহলে গানবাজনা প্রসঙ্গে তাকে টেনে আনাও বোকামী এবং অনেক বড় অপরাধ।কারন সাবানা নিজের ভুল বুঝতে সক্ষম হয়েছে এবং নিজেকে সংশোধনও করেছে। সাবানার ইতিহাস যিনি তুলে ধরেছেন তিনি কি জানেন না রাসূল(সঃ) বলেছেন, যে ব্যক্তি অপর ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহও তার দোষ ত্রুটি গোপন রাখবে।কাজেই সময় থাকতে নিজেকে সংশোধন করে ফেলুন।
১৩ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৮
মাহমুদুর রহমান বলেছেন: শুকরিয়া।
২| ১৩ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
একজন মুসলমানের নিজের পরিবার এবং সমাজের প্রতি অনেক দায়-দায়িত্ব আছে।
সবার আগে নামাজ পড়তেই হবে। অন্যকে নামাজ পড়ার জন্য অনুরোধ করতে হবে।
১৩ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৯
মাহমুদুর রহমান বলেছেন: নিশ্চয়ই।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০২০ সকাল ১১:০৫
নেওয়াজ আলি বলেছেন: পাঠে মুগ্ধ হলাম।