নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

মাহমুদুর রহমান

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস ইস্যুতে বাকবিতণ্ডার শেষ নেই

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৫



" বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই? "

বাঁশ বাগানের মাথার ওপর এখন ভাইরাস।করোনা ভাইরাস।তাই শোলক বলা কাজলাদিদির মত আমাদের প্রবাসীরাও এখন অনেকেই ভালোবাসার স্ট্যাটাস দেয়া বন্ধ করে দিয়েছে।অনেক অনেক প্রবাসীদের বলতে শুনেছি,"দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত; নিজে না খেয়ে পরিবারকে খাওয়াবো"।এখন দেখছি দেশের জন্য তারা মরন দিতে প্রস্তুত।করোনা একটি মহামারী রোগ।আক্রান্তের সংস্পর্শে আসলেই এটা আক্রমন করে।আর আমাদের প্রবাসীরা এসব জানা সত্ত্বেও দেশে ফিরার জন্য তোড় জোড় লাগিয়ে দিয়েছেন।কেন ভাই?আপনি আক্রান্ত দেশে আছেন যেহেতু আপাতত সেখানেই না হয় অবস্থান করুন আপন পরিবারের কথা ভেবে,দেশ ও জাতির কথা ভেবে।কিন্তু নাহ আপনি সেটা করবেন না।দেশের মায়া যেন কিছুতেই আপনাকে পিছু হটতে দিচ্ছে না।তাহলে বোঝাই যাচ্ছে,আবেগ আর বাস্তবতার মাঝে এক আকাশ পার্থক্য রয়েছে।আবেগের বশে আপনাদের মতো লোকেরা দেশকে ভালোবাসেন এই মর্মে দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত বলে যেসকল স্ট্যাটাসের পাপড়ি ছড়ান তা নিঃসন্দেহে মিথ্যা।ক্ষমা করবেন, আপনাদের আবেগের স্থানে কাঁটা বিছানোর জন্য।

জুম্মন সাহেবকে দেখলাম এই ধরনের একটি স্ট্যাটাস ফেসবুকে দিতে।আমি অবাক হয়ে সেখানে মন্তব্য করেছিলাম,

তারা তো আমাদেরই ভাই।তাদের জন্য এই ধরনের ভাবনা হৃদয়ে পোষণ করা কতটুকু যৌক্তিক?প্রতিউত্তরে জুম্মন সাহেব বলেছেন,আমি জানি তারা আমাদের ভাই কিন্তু তারা ভাবে না আমরা তাদের কিছু হই।তাদের কথা হলো মরলে একা কেন মরবো,সবাইকে সঙ্গে নিয়ে মরবো।আমার মরতে চিন্তা নেই কিন্তু আমার প্রশ্ন হলো,কোন বিবেকে তারা আমাদের মারতে চায়?আমাদের অপরাধীই বা কি?সত্যি বলতে তারা আমাদের ভালোবাসে না।তারা চায় না স্বজাতি নিরাপদ থাকুক।

আমি বললাম, নিরবতা উত্তম।আপনি শান্ত হউন, স্যার।আপনি রাগান্বিত হলে আমার খারাপ লাগে।কিছুক্ষনের মধ্যেই জুম্মন সাহেব স্ট্যাটাসটা মুছে দেন। আমি নিউজ ফিডে মনোযোগ দিলাম। লক্ষ্য করলাম,একটি পত্রিকার হেডলাইনে লিখা আছে, থানকুনি পাতাতেই মিলবে মুক্তি।আমি আগ্রহের বশে ভিতরে গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম।কারন অতীতেও খারাপ মুহূর্তে এই ধরনের হেডলাইন আমি পড়েছি।পত্রিকায় লিখা ছিলো, "একজন স্বপ্ন দেখেছে, ফজর নামাজের আগে কেউ যদি তিনটি থানকুনি পাতা খায় তাহলে করোনা থেকে মুক্তি পাবে সে"।যদি সত্যিই তাই হয় তাহলে এটার চর্চা শুরু হোক সেই ব্যক্তির মাধ্যমে যিনি এই কথাটা বলেছেন।তাকে এক্ষুনি করোনায় আক্রান্তদের পরিচর্যার জন্য নিয়োগ দেয়া হোক ।না হলে তাকে সরাসরি হাত-পা বেঁধে বেধড়ক পিটানো হোক।আমি চাই,এসকল মানুষ যারা ধর্মের দোহাই দিয়ে মিথ্যা ছড়িয়ে বেড়ায় তাদের শিক্ষা হোক।আশ্চর্য লাগলো,পরদিন একজনের কাছ থেকে যখন শুনলাম, একটি থানকুনি পাতার দাম ১০ টাকা।এই তো গেল থানকুনি পাতা আরেকটি হলো লেবু।বাজারে ছোট ছোট লেবুর হালির দাম এখন কয়েকগুন।কোন একজন বিশেষজ্ঞ বলেছেন, লেবু খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে।কারন এর রয়েছে বহুগুনাগুন।বাঙালী তারপর থেকেই লেবুর দাম বাড়িয়ে দিয়েছে।

আচ্ছা, করোনা প্রতিরোধের জন্য বাঙ্গালীর ভরসা কিসে?বাঙ্গালীর ভরসা কিসে কেউ জানেন?আমি তো মনে করি সবাই জানেন।হ্যা সবাই জানেন।করোনা প্রতিরোধে বাঙ্গালীর প্রথম ও শেষ ভরসা আল্লাহ।এটাই আমাদের এক নম্বর দাওয়াই যার দরুন করোনা নিয়ে আমাদের অত মাথা ব্যাথা নেই।এই একটি দাওয়াইয়ের কারনে অতীতেও বহুরোগ শোক থেকে আমরা উদ্ধার পেয়েছি।হ্যা বর্তমান ও ভবিষ্যতে আরও পাবো।কাজেই আমাদের ভয় নাই।তবে এর পাশাপাশি আমাদের একটি কথা অবশ্যই মেনে চলা উচিৎ, পবিত্র কোরআনে মহান আল্লাহ সূরা বাকারাহে ১৯৫ নম্বর আয়াতে বলেন,"তোমরা নিজেদেরকে ধবংসের দিকে ঠেলে দিও না"।সে জন্য প্রয়োজনীয় সতর্কতাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে।কারন , "যে নিজেকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে"।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনি জ্ঞানী মানুষ, সামান্য ধরণের ইডিয়ট এবং বড় ছাগল; প্রবাসীরা মুলত আসছে ইতালী ও ইউরোপ থেকে, এদের অনেকের "লিগ্যাল কাজগপত্র" নেই; আবার, ইউরোপে সম্প্রতি বিদেশী-মনোভাব বেড়ে গেছে, যারা লিগ্যাল, তারাও ভয় পাচ্ছে যে, ওরা নিজের দেশের লোকের সাহায্য করবে প্রথম, এরা অবহেলিত হবে; আপনার মাথায় পায়খানা ছাড়া অন্য কিছু নেই।

আপনি জ্ঞানী মানুষ।

২১ শে মার্চ, ২০২০ রাত ৯:১৮

মাহমুদুর রহমান বলেছেন: শেষ কথাটার জন্য ধন্যবাদ।

আর তার আগের কথা গুলোর জন্য গোবর ভরা জুতা মারি আপনার কান ও গালে।পোষ্টে প্রবাসী বলতে ঐ সকল প্রবাসীদেরকে
নির'দেশ করা হয়েছে যারা কোন আইন, নিয়ম নীতির তোয়াক্কা করে না।একটি লিখা কেন লিখা হয় কি উদ্দেশ্য লিখা হয় সেগুলো নিয়ে ভেবেচিন্তে মন্তব্য করবেন।

২| ২১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: করোনা ভাইরাসের মহামারিতে
নিরাপদে থেকে যার, যার অবস্থা
থেকে মহান স্রষ্টাকে ডাকুন! এবং নিয়ম মেনে চলুন

২২ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: ভালো বলেছেন।

৩| ২১ শে মার্চ, ২০২০ রাত ১১:২৫

নেওয়াজ আলি বলেছেন: শ্রুতিপীড়াদায়ক  লেখা । 

২২ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: জী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.