![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
সুবেহ ঘনাবার আর কত দেরী, হে বারী?
আমার চারদিক জুড়ে নিকষ কালো আঁধার!
আমি আঁধারের বুকে মার্তন্ড দেখি ভুলে।
হে বারী, আমার আসমান ভরা কালোমেঘ।
যতদূর যায় দু’চোখ বুকফাটা হাহাকার দেখি,
আহ! আমার গাল বেয়ে ঝরে পড়ে অশ্রুরা।
আমি অতিশয় দুর্বল না কিছু করিবার পারি।
হে বারী,আমি না কিছু করিবার পারি।
যবে দেখি বীরবল বিনাদোষে পরাভূত হয়
শিশুর নিথর কায়া মলিন স্তুপে পড়ে রয়,
যবে নিরীহ শিশু-মা-বোনেরা হয় বখাটের বলী
আমি বুক চিরে কাঁদি, হে বারী?
না কিছু করিবার পারি।
যবে আমার যুবক ভাই লড়ে হীনতার প্রতিকূলে,
নৃশংসতা দূরীকরনে তুফান গড়ে তোলে,
তব এক দরিয়া কালোমেঘ এসে পড়ে,
আমি হতাশায় ভাসি,হে বারী।
না কিছু করিবার পারি।
আর কত কালোমেঘ,বীভৎস হুঙ্কার?
আর কত দেখবো নিরীহের চিৎকার?
এভাবে আর কত বল না,হে বারী?
আর কত খোয়াবো রঙ্গিন খা’ব?
আমি এক অকৃতজ্ঞ জাতি!
তুমি তো মেহেরবান-দয়ালু, হে বারী,
এবার দাও না গো রহমতের দ্বার খুলি।
আমি হৃদয় ছোঁয়া শ্বাস নেব মনুষ্যত্ব হেরি।
আর যদি না দাও তবে কেউ নেই,
যে এনে দিবে ক্ষনিক রশ্মি এই অসভ্যতা জুড়ি।
আমি এক অকৃতজ্ঞ নাফরমান শুধু একটাই দাবী
ওগো এবার একটু রহম করোনা, হে বারী!
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৩
মাহমুদুর রহমান বলেছেন: অপদার্থ।
২| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কতটা দুঃখ জনক। এই মহীলা কতো বেয়াদব। এদের কি বৃটিশের রক্ত। এটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ।ঐ টা কার মেয়ে এতো বেয়াদব।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৪
মাহমুদুর রহমান বলেছেন: যার মেয়েই হোক।ভদ্র পরিবারের বলে আমার মনে হয় না।
৩| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৭
সিগনেচার নসিব বলেছেন: এক্সট্রিম কোন কিছুই ভালো না । সিনিয়র সিটিজেনদের প্রতি এমন আচরণ দুঃখজনক
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৫
মাহমুদুর রহমান বলেছেন: ইশ! প্রশাসন যদি উপোলব্ধি করতে পারতো।
৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:৫২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রবীণদের সাথে এরকম ব্যবহার করা মোটেই উচিত নয় | তারা সচেতনভাবে আইন অমান্য করেছেন বলে মনে হয় না | সমস্যা হচ্ছে তরুণ ও কিছু প্রবেশ ফেরতদের করোনা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ও অবহেলা করা - প্রয়োজন তাদের আইনের আওতায় আনা |
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৬
মাহমুদুর রহমান বলেছেন: সচেতন কিংবা অবচেতন মনে যে কেউই আইন অমান্য করুক।তাই বলে এইভাবে কান ধরানোর কোন মানে হয় না ।জেল আছে জরিমানা আছে।
৫| ২৮ শে মার্চ, ২০২০ রাত ২:০০
নেওয়াজ আলি বলেছেন:
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: তারা বুঝবে না।তাদের মন সিলগালা।
৬| ২৮ শে মার্চ, ২০২০ রাত ২:৫২
শের শায়রী বলেছেন: আইনের কি নিদারুন সাম্যতা এক মুঠো ভাত চুরি করলে ধনী গরীব সবার জন্য সমান শাস্তি। ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে হে সফেদ দাড়ি বাবার বয়সী মানুষ গুলো।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৮
মাহমুদুর রহমান বলেছেন: দুঃখভরাক্রান্ত মনটা কিছুতেই স্বাভাবিক হচ্ছে না।
৭| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: সমস্যাটা কি বুঝা যাচ্ছে? আসল পড়া না পইড়া লাইব্রেরীর সামনে ‘কারেন্ট এফেয়ার্স’ পড়ার জন্য ব্যাগ দিয়া সিরিয়াল নিলে যা হয় আর কী!!
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৯
মাহমুদুর রহমান বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: একজন ম্যাজিস্ট্রেট এভাবে ছবি তুলছেন। সত্যি বাকরূদ্ধ, কী বলা যায় একে....