![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
কতদিন ধরে দেখি না প্রানের ক্যাম্পাসটিকে!
হৃদয় বিগলিত কত স্মৃতি জড়িয়ে আছে এই ক্যাম্পাসটির সাথে।
রোজ সকাল দুপুর কোন কোন সময় রাতে
সাক্ষাত হতো আমার এই মনবিহ্বল ক্যাম্পাসটির সাথে,
এখন এই ক্যাম্পাসটি কত বিবর্ণ হয়ে গেছে,
আমার এই হৃদয়টাও মলিন হয়ে আছে তার জের ধরে।
কতদিন ধরে দেখিনা আমার প্রানের ক্যাম্পাসটিকে!
এখানে আমার অনুভূতির সংমিশ্রণ ঘটে
এটাকে ঘিরে আমি স্বপ্ন দেখতাম ছোট্ট প্রাঙ্গনটিতে দাঁড়িয়ে,
এমন স্বপ্ন এখানে রোজ জন্ম নেয় একটি একটি করে,
ধীরে ধীরে কালের পরিক্রমায় স্বপ্নগুলো পূর্ণতা লাভ করে।
আহ! কতদিন ধরে আমি নেই প্রানের ক্যাম্পাসটির অঙ্গনে!
এখানে প্রতিদিনই ভীড় করতো শত শত বালক বালিকা,
এখানে ভীড় করতো সম্মানিত সকল শিক্ষক মহোদয়-মহোদয়া,
এখানকার স্টাফরাও কত বন্ধুসুলভ আদতে যায় কি ভোলা?
এটা আমার ক্যাম্পাস আমার বিউবিটি উন্মুক্ত হোক আবার
এটাই আমার চাওয়া।
এছাড়াও,
আবুল মামার সিঙ্গাড়া আর মাহফুজ ভাইয়ের চায়ের কথা
আমার রোজ মনে পড়ে,
কেমিক্যাল এক্স কিংবা চা পাতায় আড্ডা দেয়ার কথা
মনে ধরে নিরবে নিভৃতে।
আহ! কবে আবার সূর্যটাকে দেখতে পাবো
সাত এর ঝিল প্রান্তরে দাঁড়িয়ে,
উপভোগ করবো মনোরম বিকেল
তুমি আমি আমরা সবাই একসাথে।
২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫০
জুন বলেছেন: কোথায় এটা ? সুন্দর ভবন ।
৩| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: এখন কোথায় আপনি গ্রামে??
৪| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৫
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা পড়লাম।
৫| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫২
অগ্নি সারথি বলেছেন: ভর্তি হয়েছিলাম! পরে জাহাঙ্গীরনগরে হয়ে গেল, চলে গেলাম। ইনফ্যাক্ট আমি কমার্স কলেজের ছাত্র ছিলাম।
৬| ০২ রা জুন, ২০২০ সকাল ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: একটি শিক্ষায়তন তার ছাত্র-শিক্ষকদের মনে চিরদিনের জন্য আসন গড়ে নেয়। স্মৃতিময় নস্টালজিয়া পড়ে ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৭
পলাতক মুর্গ বলেছেন: নাইস লুকিং বিল্ডিং