নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন আমার হয় না রঙ্গিন রয়ে যায় সাদা কালো

স্বপ্ন দেখি এবং চেষ্টা করি সত্যি করার

লোনা স্বপ্ন

খুব সাধারন একটা মানুষ আমি... বন্ধু বানাতে পছন্দ করি অন্যায় কে ঘৃণা করি...

লোনা স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সেরা ১০ দামি টুর্নামেন্ট

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

কেমন আছেন সবাই। আসা করি ভালো। মজার সব খবর নিয়ে মাঝে মাঝে হাজির হয় আপনাদের সামনে। আজ ও তার ব্যতিক্রম নয়। সমস্ত পৃথিবীজুড়ে নানা রকম সব খেলা চলে। আমাদের দেশে যেমন ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদি। অন্যান্য দেশে আরও নানা রকমের খেলা। একেক টা খেলার দাম একেক রকম। দাম বলতে আমি এখানে প্রাইজ মানির কথা বুঝিয়েছি। একেক খেলার প্রাইজ মানি একেক রকম। চলুন আজ দেখে নেই পৃথিবীতে প্রাইজ মানির দিক দিয়ে সব চেয়ে দামি ১০ টি খেলার খবর।





১০ # বিশ্বকাপ ক্রিকেটঃ



প্রাইজ মানিঃ ৪ মিলিয়ন ইউ এস ডলার







ফুটবলের পর মনে হয় ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু জনপ্রিয় হলে কি হবে, প্রাইজ মানির দিক দিয়ে সেরা দশের দশ নম্বর খেলা হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা কর্তৃক ৪ বছর পর পর আয়োজনকৃত এই খেলা ১৯৭৫ সালে ইংল্যান্ড এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। বর্তমান চাম্পিয়ন ভারত।



৯ # ওয়ার্ল্ড সিরিজ অফ পোকার



প্রাইজ মানিঃ ৮.৭ মিলিয়ন ইউ এস ডলার








প্রতি বছর লাস ভেগাস এ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যা আয়োজন করে সিসারস ইন্টারটেইনমেন্ট। ১৯৭০ সালে বেনি বিনিয়ন নামে এক ভদ্রলোক এই খেলার প্রথমবারের মতো আয়োজন করেন। বর্তমান চ্যাম্পিয়ন গ্রেগ মারসন।



৮ # ইউএফা ইউরোপা লিগ



প্রাইজ মানিঃ ৯ মিলিয়ন ইউ এস ডলার








ইউএফা ইউরোপা লিগ যার পূর্বের নাম ছিল ইউএফা কাপ। ইউএফা চ্যাম্পিয়ন লিগ এর পর সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব ফুটবল টুর্নামেন্ট। নিজ নিজ দেশের বিভিন্ন টুর্নামেন্ট এর উপর ভিত্তি করে ইউএফা ইউরোপা লিগ এর দল বাছাই করা হয়। বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।





৭ # দুবাই ঘোড় দৌড় বিশ্বকাপ



প্রাইজ মানিঃ ১০ মিলিয়ন ইউ এস ডলার








এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট প্রতি বছর দুবাই এর মেয়দান রেসকোর্স মাঠে অনুষ্ঠিত হয়। বর্তমান চ্যাম্পিয়ন ঘোড়ার নাম হল মনটেরোসো। এই ঘোড়ার মালিক যুবরাজ হামদান বিন মোহাম্মাদ বিন রাশিদ আল মাক্তুম। এই খেলা টি বর্তমান যুবরাজ এর বাবা প্রথম আয়োজন করেন।



৬ # ফেডেক্স কাপ (গলফ)



প্রাইজ মানিঃ ১০ মিলিয়ন ইউ এস ডলার








৪ টি ইভেন্ট এ ১২৫ জন বিশ্বসেরা গলফ খেলোয়াড়রা এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এ অংশগ্রহন করে। যে খেলোয়াড় সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করে সেই হয় চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়ন ব্রান্ড স্নিদিকার।



৫ # ওয়ার্ল্ড সিরিজ (বেসবল)



প্রাইজ মানিঃ ১৫.৫ মিলিয়ন ইউ এস ডলার








নর্থ আমেরিকান মেজর লিগ বেসবল কর্তৃক আয়োজিত এই খেলা। ১৯০৩ সাল থেকে এই টুর্নামেন্ট প্রচলিত। বর্তমান চ্যাম্পিয়ন লুইস কার্ডিনালস



৪ # দি সুপার বউল (রাগবি)



প্রাইজ মানিঃ ১৫.৫ মিলিয়ন ইউ এস ডলার








প্রতি বছর ন্যাশনাল ফুটবল লিগ আমেরিকা কর্তৃক আয়োজিত। এটি আমেরিকার সব চেয়ে মর্যাদাপূর্ণ রাগবি (পড়ুন ফুটবল) টুর্নামেন্ট। ১৯৬৭ সালে প্রথম আয়োজন করা হয়। বর্তমান চ্যাম্পিয়ন নিউইয়র্ক জায়ান্ট।





৩ # ফিফা বিশ্বকাপ ফুটবল



প্রাইজ মানিঃ ৩১ মিলিয়ন ইউ এস ডলার








সারা বিশ্ব থেকে বাছাইকৃত ৩২ টি দলের মধ্যে ৪ বছর পর পর ফুটবলের এই সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় খেলা অনুষ্ঠিত হয়। প্রথম অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে যেটাতে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। সবচেয়ে সফল দল ব্রাজিল। তারা ৫ বারের চ্যাম্পিয়ন।





২ # ইউএফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো কাপ)



প্রাইজ মানিঃ ৩৩ মিলিয়ন ইউ এস ডলার








এই টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ এর কাছাকাছি মর্যাদাপূর্ণ। পার্থক্য একটাই এটা খেলা হয় শুধু মাত্র ইউরোপের দেশ গুলোর মধ্যে। ১৯৬০ সালে ফ্রান্সে শুরু হওয়া এই টুর্নামেন্ট এর প্রথম চ্যাম্পিয়ন দল হল সোভিয়েত ইউনিয়ন। প্রথমে এই টুর্নামেন্ট এর নাম ছিল ইউএফা ইউরোপিয়ান ন্যাশন্স কাপ। পরবর্তীতে ১৯৬৮ সালে এর বর্তমান নাম করন করা হয়। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।



১ # ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ



প্রাইজ মানিঃ ৭৭ মিলিয়ন ইউ এস ডলার










ক্লাব বিশ্বর সবচেয়ে মর্যাদাপূর্ণ খেলা এই টুর্নামেন্ট প্রতি বছর অনুষ্ঠিত হয়। প্রতি দেশের সেরা ক্লাব গুলোর মধ্যে এই মর্যাদাপূর্ণ খেলার লড়াই চলে। এই টুর্নামেন্ট এ সুযোগ পেতে হলে অবশ্যই দেশের লিগ এ প্রথম ৩ এর মধ্যে থাকতে হবে। প্রথম শুরু হয়েছিল ১৯৫৫ সালে, তখন নাম ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ক্লাব কাপ। বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ ক্লাব চেলসি। সব চেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ ৯ বারের চ্যাম্পিয়ন।







আশা করি আমার পোস্ট ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে মন্তব্য করবেন। খারাপ লাগলেও। লিখার অনুপ্রেরণা পাই। :)

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: জানলাম , ধন্যবাদ

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

লোনা স্বপ্ন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

রি হোসাইন বলেছেন: চমৎকার। বৈষম্য গুলো যেনে ভালো হলো.।.।.। কিঞ্চিৎ দুঃখ ও

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

লোনা স্বপ্ন বলেছেন: কিসের দুঃখ ভাই।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

আমি তুমি আমরা বলেছেন: প্রথম ভাল লাগা :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

লোনা স্বপ্ন বলেছেন: জেনে খুশি হলাম B-) B-)

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

ধুম্রজ্বাল বলেছেন: ভাল লেগেছে।
লিখতে থাকুন। জানার শেষ নাই।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

লোনা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ভালো লেগেছে জেনে। অবশ্যই লিখব। B-) B-)

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

বইয়ের পোকা বলেছেন: ভালো লেগেছে । নতুন কিছু নিয়ে লিখবেন আশা করি।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

লোনা স্বপ্ন বলেছেন: নতুন কিছু নিয়ে অবশ্যই লিখব। :) :)

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

আন্ধা পোলা বলেছেন: ভালো পোস্টতো!

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

লোনা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ :)

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর পোস্ট।+

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

লোনা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ :)

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

ইয়ার শরীফ বলেছেন: ভালো লেগেছে । নতুন কিছু নিয়ে লিখবেন আশা করি।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

লোনা স্বপ্ন বলেছেন: অবশ্যই চেষ্টা করবো সব সময় নতুন কিছু নিয়ে লিখার। মন্তব্য করার জন্য ধন্যবাদ :)

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

শাকিল ১৭০৫ বলেছেন: ++++++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

লোনা স্বপ্ন বলেছেন: =p~ =p~ =p~ !:#P

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

ভুেতরগলি বলেছেন: পোস্টে ++

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

লোনা স্বপ্ন বলেছেন: B-) B-) !:#P

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

নিষ্পাপ কয়েদি বলেছেন: মোর গ্রামের হাউজিতে শুনসি অনেক টাকার ব্যাপার থাকে তয় কত টাকা জানি না।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

লোনা স্বপ্ন বলেছেন: একটু হিসাব কইরে দিয়েন এখানে অ্যাড করে দিমুনে :P :P ;)

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
দারুন !!

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

লোনা স্বপ্ন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.