![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।
গ্রীক পুরাণ এর অপরূপ সুন্দরী এবং মুখরা রমণী ইকো ছিল দেবীরানি জুনোর সহচরী। তার আচরনে বিরক্ত হয়ে একদিন জুনো তাকে দেবালয় থেকে অভিশাপ দিয়ে বের করে দেয়। নির্বাসিত হয়ে গভীর বনে আশ্রয় নেয় ইকো।
একসময় ইকোর রূপে পাগল হয়ে দেবরাজ জিউস তার প্রেমে পড়ে যায়। স্বাভাবিকভাবেই জিউস এর স্ত্রী হেরা এতে ক্রোধান্বিত হয়ে স্বর্গ থেকে মর্তে নেমে আসতে থাকে কিন্তু জিউস তার ঐশ্বরিক ক্ষমতা বলে তা জানতে পেরে ইকোকে মর্ত্য হতে তার প্রস্থান পর্যন্ত হেরাকে অপেক্ষা করানোর বুদ্ধি দেয় এবং সেই অনুসারে ইকো হেরাকে মিথ্যা গল্প শুনিয়ে দেয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে হেরা ইকোকে অভিশাপ দিয়ে তার কণ্ঠ কেড়ে নেয় কিন্তু অন্য একজন যখন কথা বলবে শুধু সেটারই প্রতিধ্বনি করতে পারবে ইকো এরকম শাস্তি দিয়ে যায়।
একদিন সেই বনেই নার্সিসাস নামে এক অপরূপ সুন্দর শিকারি পুরুষের দেখা পায় ইকো এবং তার প্রেমে পড়ে যায়। সে তার ভালবাসার কথা জানাতে চাইলেও হেরার অভিশাপে তা আড়ষ্ট হয়ে থাকে এবং তা অসম্ভব হয়ে পড়ে। দুঃখভারাক্রান্ত হৃদয়ে ইকো চলে যায় পাহাড়ের ঢালে এবং একসময় তার দেহ রুক্ষ পাথরে পরিনত হয়।
এদিকে নার্সিসাস গভীর বনে তৃষ্ণার্ত হয়ে একটি ঝরনার সামনে যখনই পানি পান করবার জন্য বসলো ঠিক তখনই সেই স্বচ্ছ পানিতে তার ছায়া পড়ে। সে তার নিজের রূপ দেখে এতটাই মুগ্ধ হয় যে সে ক্ষুধা, তৃষ্ণা সব ভুলে তার প্রতিচ্ছবির দিকেই শুধু তাকিয়ে থাকে এবং একসময় ওভাবেই মৃত্যুবরণ করে এবং একদিন সে পরিনত হয় একটি বৃক্ষে। ইকো পাহাড়ের কাছে সেই গাছটির নামই নার্সিসাস।
নার্সিসাসকে বলা হয় আত্মপ্রেমের প্রতীক। বিখ্যাত চিত্রশিল্পী “সালভাদর দালি” এর একটি চিত্রকর্মের নাম “মেটামরফোসিস অফ নার্সিসাস”। “সিগমুণ্ড ফ্রয়েড” ১৯১৪ সালে “On Narcissism: An Introduction” নামে একটি গবেষণাপত্র প্রকাশ করেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৫
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ হিমু।
সামু তে গ্রীক পুরাণ নিয়ে ব্লগার মহামহপাধ্যায় এর একটা অসাধারণ সংগ্রহ আছে "গ্রীক পুরাণ" বিষয়ক লেখা নিয়ে।
প্রিয় তে রাখার মতো।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০২
বশর সিদ্দিকী বলেছেন: অল্পের মধ্যে অনেক কিছু লিখেছেন। ভাল লাগল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৬
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩২
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: প্রথম ভালো লাগা জানিয়ে গেলাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৯
হাতীর ডিম বলেছেন: সুন্দর ভাষায় গুছিয়ে চমৎকার ভাবে লিখেছেন। ধন্যবাদ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৫
অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ হাতীর ডিম।
ভালো থাকবেন।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৭
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। একটু আগে গ্রীক নিয়ে আরেকটা পোস্ট দেখলাম ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮
অগ্নিপাখি বলেছেন: গ্রীক পুরাণ নিয়ে অনেক সমৃদ্ধ আর ভালো ভালো পোস্ট আছে সামু তে।
গ্রীক পুরাণ নিয়ে ব্লগার মহামহোপাধ্যায় এর একটা অসাধারণ সংগ্রহ
আছে "গ্রীক পুরাণ" বিষয়ক লেখা নিয়ে।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অল্প কথার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন,,,,,,,,লেখায় ভাল লাগা রেখে গেলাম
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯
করিম কাকা বলেছেন: তাহলে এই ইকোর নাম থেকেই কি প্রতিধ্বনির ইংরেজী প্রতি শব্দ ইকো ?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯
অগ্নিপাখি বলেছেন: ঠিক ধরেছেন।
আপনার প্রোফাইল পিকচারটা দেখে "লিওনঃ দ্যা প্রফেশনাল" ছবিটার কথা মনে পড়ে গেলো।
আমার অনেক প্রিয় একটা ছবি।
ভালো থাকবেন।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৪
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার লাগল। সবাই সাধারণত নার্সিসাসের প্রেক্ষাপট থেকে লেখে। আপনার এই প্রচেষ্টা দারুণ। অবশ্য অধিকাংশ বর্ণনাতে পাওয়া যায়, ইকো নার্সিসাস কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিল।
গ্রীক মিথ নিয়ে আরও পোস্টের অপেক্ষায় রইলাম আর এই পোস্ট সংকলনে নিয়ে গেলাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২২
অগ্নিপাখি বলেছেন: আসলে মূল কাহিনীটা বড় অনেক। আমি সংক্ষেপে যতটুকু ঘটনাগুলো লিখেছি। হ্যাঁ, ইকো নার্সিসাস এর কাছে প্রত্যাখ্যাত হয়েছিলো।
আপনার গ্রীক মিথ সঙ্কলনটা দারুণ কাজ হয়েছে।
আমার প্রিয়তে নিলাম।
ধন্যবাদ আপনাকে।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: খুব সংক্ষেপে চমৎকার লিখেছেন । জানা কাহিনীটাও বেশ উপভোগ্য লেগেছে । শুভেচ্ছা আর শুভকামনা জানবেন ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
অগ্নিপাখি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা এবং শুভ কামনা।
ক্রিকেট নিয়ে আপনার লেখাটা ভালো লেগেছে।
ভালো থাকবেন।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৩
বেকার সব ০০৭ বলেছেন: গ্রীক মিথ নিয়ে লেখা সব গুলো পোস্ট পড়তে খুব ভাল লাগে। পোস্টে+++++++++++++++++++++++++++++++++দিয়ে গেলাম
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩১
অগ্নিপাখি বলেছেন: ভালো লাগা আরও উৎসাহ দেয় লেখবার জন্য।
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনি ক্রমাগত ভাল লিখেছেন।
ধন্যবাদ ।
০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫১
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনার উৎসাহের জন্য।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৭
নিয়েল হিমু বলেছেন: বাহ সংক্ষেপে সুন্দর লিখেছেন তো