![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।
"জিতে গা ভাই জিতে গা, পাকিস্তান জিতে গা"
"পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ"
-ভাই ভালো আছেন?
-হ্যা ভাই, আমাদের পাকিস্তানি ভাইদের খেলা দেখসেন নাকি? পাকিস্তান জিতবেই জিতবে।
-ভাই এইটা কোন সাল যেন?
- ওই মিয়া ফাইজলামি মারান? যান যান খেলা দেখতে দেন [স্লোগান ঃ "জিতে গা ভাই জিতে গা, পাকিস্তান জিতে গা"]
-ভাই কি ১৯৭১ ভুলে গেসেন? জানেন কি হয়েছিলো ৭১ এ?
- ওই মিয়া পুরাণ কথা মারান কেন? হইসিলো একটা গ্যাঞ্জাম। আমগোর মুসলিম ভাইগোর থেইকা আলাদা করানোর জন্য গ্যাঞ্জাম হইসিলো।
-একবারও কি আপনার কানে ওই ত্রিশ লক্ষের আর্তনাদ কানে বাজে না? বিবেকে বাধে না, স্বাধীন বাংলাদেশে "পাকিস্তানের" পতাকা গালে এঁকে , জার্সি গায়ে দিয়ে পাকিস্তানের নামে চিৎকার করতে। একটু লজ্জাও কি লাগে না??
- শোনেন ভাই অনেক হইসে, এইবার যান, প্লিজ খেলার সাথে রাজনীতি মিলায়েন না। [স্লোগান ঃ "জিতে গা ভাই জিতে গা, পাকিস্তান জিতে গা"]
-সরি, বদি।
-কি?
-সরি, জুয়েল।
-সরি, আজাদ।
-সরি, রুমি।
-সরি, ত্রিশ লক্ষ আর্তনাদ।
-ওই মিয়া, কি তখন থেইকা সরি সরি বলতেসেন?? সমস্যা কি??
- জি ভাই, আপনাকে "সরি" বলি নাই।
[যে সব বঙ্গে জন্মি হইয়াছে "ভারতীয়" / "পাকিস্তানি"; সে সব কাহার জন্ম, নির্ণয় ন জানি।"]
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ, সুমন কর।
স্বাধীন বাংলাদেশের মাটিতে এইসব পাকিস্তানি শুওরদের দেখে মেজাজটাই খ্রাপ হয়ে গেসে।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮
একজন ঘূণপোকা বলেছেন:
হুম
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১
অগ্নিপাখি বলেছেন: হুম হুম
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: আমাদের একটিই এবং একমাত্র পক্ষ, "বাংলাদেশ"।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
অগ্নিপাখি বলেছেন: আমার পক্ষ বাংলাদেশ।
আমি গর্বিত বাঙালি ।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: এসব নিয়া তেনা পেচানো বোকামি ছাড়া কিছু নয়। পাকিস্তান টীম এবং পাকিস্তানি সেনা সম্পূর্ণ আলাদা একটা বেপার। যার কাছে যেটা ফেভারিট টিম , সে সেটা সাপোর্ট করতেই পারে। আমি পাকিস্তান এর পক্ষ কোনো কথা বলছি না , তারা আমার ফেভারিট টীম ও নয়। একটা কথা চিন্তা করুন , ২ টি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে , একজন বোরকা পরা , আরেকজন short-skirt পরা বিধর্মী দের মত বেশভূষা । কিন্তু , দুজনেই মুসলমান। একানে , আপনি ইচ্ছা করলেই , short-skirt পরা মেয়ে টিকে বিধর্মী ট্যাগ লাগিয়ে দিতে পারেন না। চিন্তা করবেন , আশা করি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১
অগ্নিপাখি বলেছেন: যার কাছে যেটা ফেভারিট টিম সে সেটা সাপোর্ট করতেই পারে তবে কোন বাঙালি পাকিস্তান[ ফাকিস্তান] কে সাপোর্ট করতেপারে না। যে পাকিস্তানি সেনাবাহিনী ৭১ এর গণহত্যার জন্য এখনও ক্ষমা চায়নি এবং তাদের উত্তরসূরিরাও এটার জন্য ক্ষমা চায় নি তাদেরকে কখনই সাপোর্ট করার প্রশ্ন আসে না। শোনেন একটা কথা পরিষ্কার করে বলি- "ওই অমানুষ জংলীদের দেশ পাকিস্তানের আলো, বাতাস, মাটি, পানি, খেলোয়াড় সবাইকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি ঘৃণা করি। আর আরেকটা কথা শোনেন পাকিস্তান সেনাবাহিনী আর ক্রিকেট দল কখনই আলাদা না। একটা আন্তর্জাতিক ম্যাচে কোন দল সেই দেশকেই প্রতিনিধিত্ব করে।
খেলার সাথে রাজনীতি আলাদা করে দেখার কোন উপায়ই নেই। বাংলাদেশ দল বলেন বা ভারত বা ইংল্যান্ড, দুনিয়ার প্রত্যেকটা টীমই একটা রাষ্ট্রের বা রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিত্ব করে, আর রাষ্ট্র ব্যাপারটাই রাজনৈতিক। খেলার সাথে রাজনীতি যদি না-ই মিশত, তবে ভারত পাকিস্তান খেলা নিয়ে সবার এত আগ্রহ থাকতনা, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অ্যাশেজ নিয়া এত মাতামাতি হতনা। রাজনৈতিকভাবে বা সাংস্কৃতিকভাবে এরা শত্রু বলেই এদের খেলাগুলোতেও সেই উত্তাপ ছড়ায় ।
খেলা শুধুমাত্র খেলাই থাকে যখন তা পাড়ার মাঠের খেলা থাকে। কিন্তু যখন তা আন্তর্জাতিক পর্যায়ে হয় তখন তা আর শুধুমাত্র খেলা থাকেনা। একটি দেশের জাতীয় দল সেই দেশের প্রতিনিধিত্ব করে। দেশের জাতীয় পতাকা বহন করে। দেশের জাতীয় দল যেখানে যাবে, দেশের পতাকা তুলে ধরবে। এই দলের সাফল্য-ব্যর্থতার সাথে পুরো জাতির হাসি কান্না জড়িয়ে থাকে। এইকারনে বাংলাদেশ ক্রিকেট দল কোন ম্যাচ জিতলে আমাদের পুরো জাতি জয়ের আনন্দে মেতে ওঠে। হারলে দলের খেলোয়াড়দের মত পুরো জাতি শোকাচ্ছন্ন থাকে। দলের খেলোয়াড়েরাও যখন জাতীয় দলের হয়ে খেলতে নামে তখন আর সে শুধুই একজন খেলোয়াড় থাকেনা, হয়ে যায় নিজ দেশের রাষ্ট্রদূত। নিজের দেশের জাতীয় দলের বিরুদ্ধে, জাতীয় পতাকার বিরুদ্ধে, পুরো জাতির বিরুদ্ধে যে সমর্থন করে সে কি রাজাকার নয়?
আর ভাইজান, আমি খুব চিন্তা করেই লিখেছি। তবে এখন আমি যা বললাম তা চিন্তা করে দেখেন এবং অযথা "কুযুক্তি" [যেমন ঃ
পাকিস্তান টীম এবং পাকিস্তানি সেনা সম্পূর্ণ আলাদা একটা বেপার। ] দেয়া বাদ দেন।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
পালের গোদা বলেছেন: ভাই এটাতো কিছু্ই না। বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলাতেও দেখবেন কিছু দেশি ছেলে পাকিস্তানের পতাকা নিয়ে নাচছে। এখনি অত খারাপ লাগলে তখন কেমন লাগবে?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
অগ্নিপাখি বলেছেন: এরা ভাই এদেশীয় পাকি শুওর আর কিছু না।
জিগাইলে কয়, খেলার সাথে রাজনীতি মিশান ক্যা?????
একটা আজব "কাঁঠালপাতা প্রজন্ম"
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০২
গুগলরকস বলেছেন: এরা মূর্খ, এরা ছাগু, এরা সাইদি নিজামি আজমের পোলা, এরা পাইক্যা, এদের মাথায় আল্লাহ * ছাড়া আর কিছু দেয় নাই, এদের পশ্চাদদেশে লাত্থি মেরে পাকিস্তানে পাঠানো হোক!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২০
অগ্নিপাখি বলেছেন: সহমত আপনার সাথে। এইসব "কাঠালপাতা" কে ধরে , বেধে তাদের "পাকি" আব্বাদের কাছে পাঠায়ে দেয়া উচিৎ।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯
হেবরন হোসেন বলেছেন: আফ্রিদি যদি বলে আমি বাংলাদেশি মেয়ে বিয়ে করবে , ধারনা করুন কত হাজার আবেদন পড়বে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩
অগ্নিপাখি বলেছেন: ্কথা ঠিক।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
বেকার সব ০০৭ বলেছেন: স্বাধীন বাংলাদেশের মাটিতে এইসব পাকিস্তানি- ভারতের পোশাক পরা শুওরদের দেখে মেজাজটাই আপনার চেয়ে আমার বেশি মেজাজটা খারাপ হয়ে গেছে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫
অগ্নিপাখি বলেছেন: এইসব, পাকি এবং ভারতপ্রিয় দের ধরে বেধে ওইখানে রেখে আসা উচিত।
বাংলাদেশে তাদের স্থান নাই।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২৬
তৌফিক মাসুদ বলেছেন: যারা এখনো নিজেদের কথায় কথায় ভারত কিংবা পাকিস্তানের কথা বলে তাদের এই দেশে থাকাই উচিত না। আমাদের দূর্ভাগ্য হচ্ছে দেশের অধিকাংশ মানুষই এদের যে কোন একটি দেশকে অন্ধ ভাবে সমর্থন দেয়। এরা আমাদের দেশের যত ক্ষতিই করুক না কেন সেটা তারা কথার মার প্যাচে অন্যদিকে নিয়ে যায়।
আমরা যে পুরাপুরি বাংলাদেশী কবে হব কে যানে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭
অগ্নিপাখি বলেছেন: অন্ধভাবে আমার দেশ "বাংলাদেশ" কে সমর্থন করতে হবে।
কোন ভিনদেশ কে না।
বাংলাদেশের আলো বাতাসে বড় হয়ে বাংলাদেশের খেলায়
"মেরি মি আফ্রিদি/ পাকিস্তান জিতেগা।"
বা, "গো ইন্ডিয়া গো" -- বলবার অধিকার কারও নাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।