নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

অ্যামেরিকান সাইকো ঃ কর্পোরেট মুখোশের আড়ালে এক খুনির গল্প

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৪

ক্রিশ্চিয়ান বেল, হলিউড এর এই অসাধারণ অভিনেতার কথা বললেই প্রথমে চলে আসে নোলাণ ট্রিলজির “ব্রুস ওয়েন”/ “ব্যাটম্যান” চরিত্রটি। কিন্তু যে ছবিটির মাধ্যমে বেল হলিউড এর চলচ্চিত্র সমালোচকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছিলেন তা হল ২০০০ সালে মুক্তি পাওয়া “ম্যারি হ্যারন” পরিচালিত অ্যামেরিকান সাইকো। ছবিটি একই নামে ১৯৯১ সালে প্রকাশিত “ ব্রেট এসটোন এলিস” এর উপন্যাসের চলচ্চিত্ররূপ।









এখানে অনেকেই আছেন যারা “সাসপেন্স থ্রিলার”, “ক্রাইম থ্রিলার”, “সাইকলজিকাল” আর “টুইস্ট মুভি” বেশি পছন্দ করেন। আসলে এই ধরনের মুভি গুলোর কাহিনীর গতিময়তা, আলো আধারির অদ্ভুত ব্যাবহার, সাউন্ডট্র্যাকই এ মুভি গুলোকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।









ছবিটির কাহিনী শুরু হয় এর মূল চরিত্র “প্যাটরিক বেইটম্যান” যে কিনা ১৯৮০ এর দশকের নিউ ইয়র্ক এর ম্যানহাটন এর অত্যন্ত উচ্চবিত্ত “ইনভেস্টমেন্ট ব্যাংকার” তার জীবনযাপন নিজে বর্ণনা করবার মাধ্যমে। “প্যাটরিক বেইটম্যান” নিজেই তাকে বর্ণনা করে এইভাবে ঃ

“I have all the characteristics of a human being- flesh, blood, skin, hair but not a single clear identifiable emotion except for greed and disgust.”



কিন্তু “প্যাটরিক বেইটম্যান” এর এই সৌখিন জীবনের আড়ালে তার আরেকটি অন্ধকার সত্ত্বা আছে। সে একজন সিরিয়াল কিলার। রাতের আধারে সে খুন করে গৃহহীন মানুষ, যৌনকর্মী, তার পুরনো বান্ধবিকে, তার সহকর্মীকে। প্যাটরিক এর ভাষায়ঃ

“I killed a lot of people…may be 30 or 40… I ate their brain and try to cook a little.”



কিন্তু তার এই অন্ধকার সত্ত্বার রহস্যটা কোথায়? কেন সে একটার পর একটা খুন করে যায়? এই ছবির শেষের টুইস্টটা বেশি অসাধারণ। অনেক অনেক ভাবে ব্যাখ্যা করা যায় এই ছবিকে। ছবির একদম শেষে প্যাটরিক বলেঃ

“This confession has meant nothing.”







এই একটি বাক্যই আবার প্রথম থেকে দেখতে বাধ্য করবে আপনাকে। রটেন টমেটোতে ৬৭ শতাংশ রেটিং পাওয়া আর বহুল প্রশংসিত ছবিটি না দেখলে এখনি দেখে ফেলুন।









মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪০

বাউন্ডুলে রুবেল বলেছেন: বাহ। ছোট্ট কিন্তু ভালো রিভিও। দেখবো। এই টাইপ মুভি আমার পছন্দের।

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ রুবেল। দেখে ফেলুন , অসাধারণ একটা মুভি।
বেল এর আরেকটা মুভি আছে- "দ্যা মেসিনিস্ট" দেখতে পারেন।

২| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২০

উদাস কিশোর বলেছেন: দেখেছি ।
তিনবার দেখেছি :)

২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

অগ্নিপাখি বলেছেন: প্রথম ধাক্কা সামলানোর জন্য দ্বিতীয়বার দেখা।
অসাধারণ একটা ছবি।

৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৭

রাবার বলেছেন: এখনি দেখতে হবে :)
ভালো এবং সংখিপ্ত রিভিউতে ++++্

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩০

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এই মুভি না দেখলে চরম মিস।

৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৭

গৃহ বন্দিনী বলেছেন: অল্প কথায় সুন্দর রিভিউ দিয়েছেন । সাইকো থ্রিলার মুভি গুলো সব সময় আমার পছন্দের তালিকায় বেশ উপরের দিকে থাকে । এই মুভিটার নাম শুনেছি কিন্তু দেখা হয় নি ।ডাউনলোড লিংক দেয়া থাকলে ভাল হত ।

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৮

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
দেখে ফেলুন ছবিটা।
এরপর থেকে ডাউনলোড লিঙ্ক গুলো দিয়ে দিবো।
ভালো থাকবেন।

৫| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৮

হাতীর ডিম বলেছেন: দেখা হয়নি। রিভিউ পড়ে দেখার ইচ্ছে জাগলো।
এরকম আরও কিছু মুভির সাজেশন দেন প্লিজ। B-)

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৫

অগ্নিপাখি বলেছেন: এই মুভিটা না দেখলে মিস করবেন।
এই "জেনার" এর আরও কিছু মুভির নাম দিলাম/ ভালো লাগবে আপনার আসা করি।
১/ এঞ্জেল হার্ট।
২/ ফাইট ক্লাব।
৩/ সেভেন।
৪/ নাম্বার ২৩
৫/ গ্রেভ এনকাউণ্টারস [১,২]
৬/ সিক্সথ সেন্স।
৭/ দ্যা প্রেস্টিজ
৮/ সাইকো।
৯/ দ্যা মেশিনিস্ট
১০/ দি আদারস।

৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৪

হাতীর ডিম বলেছেন: দেখা হয়নি। রিভিউ পড়ে দেখার ইচ্ছে জাগলো।
এরকম আরও কিছু মুভির সাজেশন দেন প্লিজ। B-)

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৩

অগ্নিপাখি বলেছেন: আপনার কমেন্ট ২ বার এসে পড়েছে।

৭| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: দেখেছি। শেষটা ভাল লেগেছে।

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫০

অগ্নিপাখি বলেছেন: শেষের টুইস্টটাই অসাধারণ।

৮| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

হাসান মাহবুব বলেছেন: আমার প্রিয় একটা সাইকো মুভি। ফিনিশিংটা ভাববার মতো।

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫২

অগ্নিপাখি বলেছেন: এই মুভির ফিনিশিংটা অনেক ভাবে ব্যাখ্যা করা যায়।
এইটাই আসল মজা ছবিটার।

৯| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫১

এহসান সাবির বলেছেন: আমার দেখা সেরা একটা ছবি

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩

অগ্নিপাখি বলেছেন: সেইম হিয়ার।

১০| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: দেখেছি, খুব ভাল আর ভাল লাগল আপনার লেখাটি।

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২১

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.