![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।
০৩ রা জুন, ২০১৫ সকাল ১০:৫৯
অগ্নিপাখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন।
২| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:১৪
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল্
১৪ ই জুন, ২০১৫ রাত ৮:২৭
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
৩| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ২:০৩
এফ.কে আশিক বলেছেন: অসাধারণ.....।
১৪ ই জুন, ২০১৫ রাত ৮:২৮
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
৪| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৬
এহসান সাবির বলেছেন: ১ম ছবিটা আমি এখনো বুঝতে পারছি না।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪
অগ্নিপাখি বলেছেন: ইলিউশন
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩
রুদ্র জাহেদ বলেছেন: ++++++
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮
সন্ধি বিচ্ছেদ বলেছেন: দারুণ সংগ্রহ।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫
অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৫ রাত ৩:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ