নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

তারানাথ তান্ত্রিকঃ বিভূতিভূষণের অমর সৃষ্টি

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯

“চিরকাল এইসব রহস্য আছে নীরব
রুদ্ধ ওষ্ঠাধর
জন্মান্তরের নব প্রাতে, সে হয়তো আপনার
পেয়েছে উত্তর।“
-রবীন্দ্রনাথ ঠাকুর

মানুষ চিরকালই রহস্যপ্রিয়। যা রহস্যময়, অতিপ্রাকৃত; যেঁ জগতের দেখা পাওয়া যায় না, তার প্রতি স্বাভাবিকভাবেই মানুষের আকর্ষণ বেশি। অলৌকিকত্ব বা অতিপ্রাকৃত ঘটনা- তা যতই যুক্তিবাদীরা অস্বীকার করবার চেষ্টা করুক না কেন- আমাদের অনেকের সাথেই এমন অনেক ঘটনাই ঘটে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয় না। এগুলোই অতিপ্রাকৃত ও অলৌকিক ঘটনা হিসেবে ব্যাখ্যাতীত রহস্যর বেড়াজালে ঘেরা থাকে। সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায় এর উক্তি এক্ষেত্রে প্রণিধানযোগ্য-



“অলৌকিক এবং অতিলৌকিক ঘটনার দিন শেষ হয়ে যায় নি, কেবল অনেক সময় আমরা তাদের অলৌকিক বলে চিনতে পারি না – এই যা।“

বৈজ্ঞানিক জে. বি. এস. হ্যালডেন [১৮৯২-১৯৬৪] যথার্থই বলেছেন –



“সত্য যে কল্পনার চেয়েও বিচিত্র শুধু তাই নয়, আমাদের কল্পনা যতদূর পৌছায় সত্য তার চেয়েও অদ্ভুত।“

মুলত এই অলৌকিকতা এবং অতিপ্রাকৃত ঘটনার প্রতি এক তীব্র আকর্ষণ সবসময়েই ছিল। তাইতো এই সম্পর্কিত গল্প উপন্যাস আমার পড়ার তালিকায় সবসময়েই অগ্রাধিকার পায়। মুহাম্মদ জাফর ইকবাল এর অতিপ্রাকৃত উপন্যাসসমূহ- প্রেত, দানব; গল্পগ্রন্থ- পিশাচীনী, হুমায়ুন আহমেদ এর সকল ভৌতিক গল্প ও উপন্যাস, সেবা থেকে অনূদিত- অ্যামিটিভিল হরর, অশুভ সঙ্কেত, পিটার ব্লেটির- দ্যা এক্সরসিস্ট, স্টিভেন কিং এর গল্পসমগ্র অনেক আগেই শেষ করা।

এত অতিপ্রাকৃত উপন্যাস এর ভিড়ে বাংলা সাহিত্যর কিংবদন্তী লেখক বিভূতিভূষণের সৃষ্ট একটি চরিত্র আমার চোখের অন্তরালেই ছিল এতদিন। তিনি হলেন তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিক- তিনি থাকেন কলকাতার মট লেন এ বিংশ শতাব্দীর চতুর্থ দশকের কলকাতায়। এই ভদ্রলোকের জীবন অনেক অতিপ্রাকৃত ঘটনায় পরিপূর্ণ। যিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ভবঘুরের মত এই বিরাট ভারতবর্ষের বিভিন্ন শ্মশান এ, বিভিন্ন তন্ত্র সাধক এর সাথে এবং নিজে তন্ত্রসাধনা করে। এই বিচিত্র অভিজ্ঞতার ঝুলিই তিনি খুলে দেন তার শ্রোতা- লেখক এবং তার বন্ধু কিশোরী সেন এর সামনে।

এই অসাধারণ চরিত্রটি নিয়ে বিভূতিভূষণ মাত্র দুটি গল্প লেখবার পরে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর- সুযোগ্য এবং একমাত্র পুত্র সুসাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটি এগিয়ে নিয়ে যান- যা সঙ্কলিত হয়েছে তাঁর তারানাথ তান্ত্রিক গল্পগ্রন্থ এবং অলাতচক্র নামক উপন্যাসে।





তারানাথ তান্ত্রিক যাকে লেখক বর্ণনা করেছেন-

“বৃদ্ধের বয়স ষাট বাষট্টির বেশি হইবে না। রঙ টকটকে গৌরবর্ণ, এ বয়সেও গায়ের রঙের জৌলুশ আছে। মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়াছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো, নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যাঞ্জক। চোখ দুটি বড় বড় উজ্জ্বল।“

আর তারানাথের মতে তিনি-

“একজন সাধারণ মানুষ। যাকে সাধক বলে আমি তা নই। কারন সত্যিকারের সাধনা করবার সুযোগও আমি কোনোদিন পাই নি; পেলেও করতাম কি না সন্দেহ। আসল ব্যাপারের চেয়ে এই পথে পথে বেড়িয়ে বেড়ানো, নানা বিচিত্র চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হওয়া- জীবনের এই দিকটাই আমাকে বেশি মুগ্ধ করতো।“

আর এভাবেই প্রথম যৌবনে ভবঘুরের মত ঘুরতে ঘুরতে বীরভূমের এক শ্মশানে দেখা পান হাকিনিমন্ত্রে সিদ্ধ মাতু পাগলীর সাথে- যার কাছ থেকে তিনি পান ব্যাখ্যার অতীত কিছু ক্ষমতা। তারানাথের মুখেই মাতু পাগলী সম্পর্কে শোনা যাক-

“প্রথম যৌবনে ঘর ছেড়ে বেড়িয়ে পড়ি... বীরভূমের শ্মশানে মাতু পাগলী আমাকে সম্মোহিত করে নানা দৃশ্য দেখিয়েছিল। আমি যেন নদীর জলে নেমে গাছের শেকড়ে আটকে থাকা মৃতদেহ তুলে এনে পুজার উপকরন সংগ্রহ করে শবসাধনায় বসলাম... শক্তি আমাকে পাগলী দিয়েছিলো... রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালশা ছিল, তাতেই গেল।“

তারানাথের অদ্ভুত অভিজ্ঞতার শ্রোতা দুজন। লেখক ও তার বন্ধু কিশোরী সেন। তারানাথের গল্প বলবার ক্ষমতা অসাধারণ। লেখকের মুখেই শোনা যাক-

“....তার গল্প বলার ক্ষমতাও ভারি সুন্দর। এ ক্ষমতা সবার থাকে না। কেউ কেউ বলার মত গল্পও বাচনভঙ্গির দোষে নষ্ট করে ফেলে। ... আর তারানাথ নিতান্ত তুচ্ছ ঘটনাও বলার গুনে চিত্তাকর্ষক করে তুলে। কত আশ্চর্য ঘটনা শুনেছি তার কাছে, সে সবের সঙ্গে আমাদের দাল-ভাত খাওয়া মদ্ধবিত্তের প্রাত্যহিক শান্ত জীবনধারার কোন সম্পর্ক নেই।“

তারানাথ তার শ্রোতাদের শোনান এই পরিচিত জগতের বাইরের এক জগতের কথা-

“আমাদের এই প্রাত্যহিক নিতান্ত পরিচিত জগতটার বাইরে এক আশ্চর্য দুনিয়ার কথা সে আমাদের শোনায়, যেখানে সম্ভাব্যতা এবং অসম্ভাব্যতার মাঝখানে সীমারেখাটা খুব অস্পষ্ট, দেখা যায় কি যায় না।“

তারানাথের প্রিয় সিগারেট ব্রান্ড “পাসিং শো”। যে কোন অলৌকিক ঘটনা তার একনিষ্ঠ শ্রোতা [লেখক এবং কিশোরী সেন] কাছে শুরু করবার আগে বেশ কয়েকবার আয়েশি ভঙ্গিতে ধোঁয়ার রিং ছেড়ে কথা শুরু করেন-

“...গল্প শুনতে যাবার সময় আমি আর কিশোরী মট লেনের মোড় থেকে দশ পয়সা দিয়ে এক প্যাকেট পাসিং শো কিনে নিয়ে যাই। প্রতিবারই তারানাথ সস্নেহে স্বচ্ছ মোড়কওয়ালা চিমনির মত টুপি পড়া ধূমপানরত সাহেবের কালচে লাল রঙের প্যাকেটটার দিকে তাকিয়ে বলে- হ্যা,... এই হচ্ছে সিগারেট। নেশার আসল কথা হচ্ছে মৌজ, ছবির সাহেব কেমন মৌজ করে গোল গোল রিং ছাড়ছে দেখেছ ?”





তারানাথ তান্ত্রিক অতিপ্রাকৃতিক, আদিভৌতিক এবং অলৌকিক ঘরানার সাহিত্য বিভূতিভূষণের এক অমূল্য সংযোজন। বিভূতিভূষণ এই চরিত্রটি সৃষ্টি করেন আর তাঁর সুযোগ্য পুত্র তারাদাস এগিয়ে নিয়ে গিয়েছেন এই চরিত্র মৃত্যুর পূর্ব পর্যন্ত।

তারানাথের অভিজ্ঞতাগুলো এক অজানা অ অদেখা ভুবনের। পাঠকেরা হয়তো যুক্তির কষ্টিপাথরে বিচার করে ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন-তাদের জন্যই হয়তো বিখ্যাত ইংরেজ কবি স্যামুয়েল কোলরিজ [১৭৭২-১৮৩৪] “সাস্পেনশন অফ ডিজবিলিফ” [Suspension of Disbelief] বলে এক সাহিত্যিক জাদুর কথা বলেছিলেন- যার মুল কথা হল উপভোগের জন্য অবিশ্বাসকে সাময়িক ভাবে মুলতবী রাখা।



তবে চলুন পাঠক, অবিশ্বাস ও যুক্তিকে মুলতবী রেখে ঘুরে আসি তারানাথের অদ্ভুত জগতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.