![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ আলোকিত হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, জীবনের লক্ষ্য পরিস্কার হোক। সততা ও দক্ষতার সমন্বয় হোক । সৃজনশীলতা ও কল্যাণচিন্তায় মেধা বিকশিত হোক। ধনী গরীবের বৈষম্যমুক্ত সমঅধিকার নিশ্চিত হোক, সবার স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত হোক।সত্যিকারের চেতনা জাগ্রত হোক, অবিদ্যা ও কুসংস্কার দূর হোক। অন্যায় অবিচার,নির্যাতন অমানবিকতা,দূষণ, ভেজাল ও দুর্নীতির কালো দরজা বন্ধ হোক। সাহসী পদক্ষেপ, ত্যাগ আর সত্যের দৃঢ়তায় জীবন কর্মময় হোক। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রকৃতিবাদী জনদরদী সমাজ প্রতিষ্ঠিত হোক।স্বধর্মচর্চা ও সাধনায় জীবন শুদ্ধ হোক। শিষ্টাচার, সুবচন ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক। আবেগ,মমতা,প্রেম-ভালবাসার সিক্ততায় সুখী হোক সবার পরিবার। সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন। স্বাভাবিক মৃত্যুতে সবার আত্বা প্রশান্তচিত্তে ফিরে যাক তার আপন ঠিকানায়।With death we start the next phase of our cosmic journey. I will prepare fully for the next journey.আমি একজন মহাজাগতিক মুসাফির, কিছুদিন এখানে আছি
আমরা প্রতিদিন নিজের সম্পর্কে অনেক কিছুই বলি, এর কোনো কোনোটি আমাদের জন্যে উপকারী আবার কোনো কোনোটি ক্ষতিকর প্রভাব বিস্তার করে .
তাই এখানে কিছু পজেটিভ অটোশাজেশান তুলে ধরা হলো যেগুলো নিয়মিত চর্চা করলে আপনি নিজের ভেতরে ক্রমাগত ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন।
তাহলে শুরু করা যাক
০১. প্রতিদিন ঘুম থেকে উঠেই বলবো- শোকর আলহামদুলিল্লাহ/থ্যাংকস গড/হরি ওম/ স্রষ্টাকে ধন্যবাদ একটি চমৎকার দিনের জন্যে।
০২. পৃথিবী সাহসী মানুষের জন্যে আমি সাহসী আমি নির্ভীক।
০৩. ইতিবাচক চিন্তা আমার জন্যে কল্যাণ বয়ে আনবে, আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়েই আমি তা অর্জন করবো।
০৪. আমার কষ্টের কারণ যাই হোক না কেন আমি অন্যকে ক্ষ্ট দেয়া থেকে সবসময় বিরত থাকবো।
০৫. কুশল জিজ্ঞেস করলেই বলবো- শোকর আলহামদুলিল্লাহ/ থ্যাংকস গড বেশ ভালো আছি।
০৬. যে কোনো অন্যায় কামনাকে আমি অনায়াসে না বলবো, আত্বশুদ্ধির পথে আমি অটল থাকবো।
০৭. যে সমস্যাই আসুক সমস্যার অংশ না হয়ে আমি হবো সমাধানের অংশ।
০৮. অন্যের হৃদয়ে প্রবেশের সহজ পথ হচ্ছে বিনয় ও সততা, আমি বিনয়ী আমি সৎ।
০৯. প্রতিপক্ষের কাছ থেকেও আমি প্রয়োজনীয় কৌশল দ্বিধাহীনভাবে শিখবো।
১০. ঋণ জমিয়ে রাখলে ঋণের পরিমাণ বেড়ে বিপদ ডেকে আনে তাই প্রথম সুযোগেই আমি ঋণ পরিশোধ করবো।
সংগৃহীত- ভালো লাগলো তাই শেয়ার করলাম।
পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮
প্রত্যাবর্তন@ বলেছেন: অটোসাজেশন মানতে কস্ট লাগে