নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজই হতে পারে জীবনের শেষ দিন

সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন

কসমিক- ট্রাভেলার

মানুষ আলোকিত হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, জীবনের লক্ষ্য পরিস্কার হোক। সততা ও দক্ষতার সমন্বয় হোক । সৃজনশীলতা ও কল্যাণচিন্তায় মেধা বিকশিত হোক। ধনী গরীবের বৈষম্যমুক্ত সমঅধিকার নিশ্চিত হোক, সবার স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত হোক।সত্যিকারের চেতনা জাগ্রত হোক, অবিদ্যা ও কুসংস্কার দূর হোক। অন্যায় অবিচার,নির্যাতন অমানবিকতা,দূষণ, ভেজাল ও দুর্নীতির কালো দরজা বন্ধ হোক। সাহসী পদক্ষেপ, ত্যাগ আর সত্যের দৃঢ়তায় জীবন কর্মময় হোক। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রকৃতিবাদী জনদরদী সমাজ প্রতিষ্ঠিত হোক।স্বধর্মচর্চা ও সাধনায় জীবন শুদ্ধ হোক। শিষ্টাচার, সুবচন ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক। আবেগ,মমতা,প্রেম-ভালবাসার সিক্ততায় সুখী হোক সবার পরিবার। সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন। স্বাভাবিক মৃত্যুতে সবার আত্বা প্রশান্তচিত্তে ফিরে যাক তার আপন ঠিকানায়।With death we start the next phase of our cosmic journey. I will prepare fully for the next journey.আমি একজন মহাজাগতিক মুসাফির, কিছুদিন এখানে আছি

কসমিক- ট্রাভেলার › বিস্তারিত পোস্টঃ

শর্টকাট ভাইরাস থেকে মুক্তির উপায় কি (টেকি ভাইয়েরা হেল্পান প্লিজ)

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯

আমার কম্পিউটারে Skypee নামে একটি শর্টকিাট ভাইরাস তৈরি হয়েছে। কোনোভাবে ডিলিট করা যাচ্ছে না। প্রত্যেকটি ফাইলের ভেতরে ওই ফাইলের নামে একটি শর্টকাট তৈরি হচ্ছে। শর্টকাট রিমুভার দিয়ে সবকিছু ডিলিট করার পরেও আবার ২/১ ঘন্টা পরে একই রকম অবস্থা ।
এ থেকে মুক্তির উপায় কি জানালে খুব উপকৃত হবো।



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: এভাষ্ট ইনস্টল করে দেখতে পারেন। না হলে ফরম্যাট দিয়ে, এভাষ্ট ইনস্টল করুন।

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

কসমিক- ট্রাভেলার বলেছেন:



ফরম্যাট দিয়ে মানে পুরা হার্ডডিক্স কি ফরম্যাট দিতে হবে ভাই।

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪

মুরাদ-ইচছামানুষ বলেছেন: ESET SMART SECURITY ব্যবহার করে দেখতে পারেন।

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

কসমিক- ট্রাভেলার বলেছেন:
দেখি কি করা যায়, ধন্যবাদ

৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

তাজুল_ইসলাম বলেছেন: হাইড ফাইল, সিস্টেম ফাইল সো করেন । তারপর task manager থেকে Auto নামে একটি Prosses দেখতে পাবেন। এটা kill করবেন। তারপর যেখানে skpee দেখবেন, কেটে দেবেন/

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

কসমিক- ট্রাভেলার বলেছেন:

অসংখ্য ধন্যবাদ ভাই, ভীষণ উপকৃত হয়েছি।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

এইচ রহমান বাধন বলেছেন: there are some software in internet, which you run in the desired drive will kill the shortcut (i did this way)... or go to google and search ..... there are some blogs where procedure is illustrated

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

কসমিক- ট্রাভেলার বলেছেন:


ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

অবাধ্য সৈনিক বলেছেন: ★ বিখ্যাত-কুখ্যাত শর্টকাট ভাইরাস (পেনড্রাইফ/ফোল্ডার) এবার ডিলিট হবেই★ B-)

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

কসমিক- ট্রাভেলার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই

৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: আপনার মত সমস্যায় আমিও ভুগছি।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


আমি এ ব্যাপারে তেমন কিছু জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.