নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লর্ড লিজেন্ড

লর্ড লিজেন্ড › বিস্তারিত পোস্টঃ

নিলামে কার্ডলেস ০%ইএমআইতে পাওয়া যাচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহার্য্য ইলেকট্রনিক পন্য

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৪

দৈনন্দিন জীবনকে সহজ ও উপভোগ্য করতে Nilam এ আছে শত শত পন্য। এর মধ্যে ইলেকট্রনিক পন্য গুলো সবার জীবনকে সহজ ও সুন্দর করতে পারে। আজকের আর্টিকেলটিতে আলোচনা করা হবে নিলামের ১০ টি পন্যের ব্যপারে যেগুলো প্রতিদিন আমাদের জীবনে কাজে লাগে। কিছু পন্য ছাড়া আমরা একদিন ও চলতে পারিনা। এই আর্টিকেলে নিলামে সহজলভ্য ঐ পন্য গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আর নিলাম থেকে পন্য কিনতে পারছেন কার্ডলেস ০% ইএমআই সুবিধা সহ। আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে না, কোন সুদ দিতে হবেনা।

ফ্রীজ
রেফ্রিজারেটর বা ফ্রীজ এখন আর কোন বিলাস পন্যের মধ্যে পরেনা। আধুনিক জীবনের একটি প্রয়োজনীয় জিনিস ফ্রীজ। আমাদের প্রাত্যহিক জীবনে ব্যস্ততা বাড়ার পাশাপাশি আমাদের অনেক কাজ করার সময় কমে যাচ্ছে। এর মধ্যে প্রতিদিন বাজার করা একটি। উপরন্তু খাবার সতেজ রাখার জন্য ফ্রীজ একটি অনবদ্য যন্ত্র। নিলামে নামি দামী সব ব্র্যান্ডের রেফ্রিজারেটর আছে। আপনার পছন্দ মতো ব্র্যান্ডের ফ্রীজ অর্ডার করতে পারেন এখানে
স্মার্ট টিভি
স্মার্ট টিভি কালেকশনে নিলাম এখন বাজারের সবচেয়ে এগিয়ে। এখানে সকল ব্র্যান্ডের স্মার্ট টিভি পাচ্ছেন। সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে বিনোদনে সঙ্গী স্মার্ট টিভি। ইন্টারনেট ব্রাউজিং, অ্যাপ ইনস্টল করার সুবিধা, ও আরো নানাবিধ আধুনিক সুবিধা সম্পন্ন স্মার্ট টিভি অর্ডার করতে ভিজিট করুন নিলাম ওয়েবসাইট। আর কার্ডলেস ইএমআই সুবিধাতো থাকছেই।
ওয়াশিং মেশিন
অনেকের জন্য বিলাস পন্য হলেও, যারা অনেক ব্যস্ত জীবন যাপন করেন তাদের জন্য খুবই দরকারি পন্য ওয়াশিং মেশিন। স্যামসাং, শার্প সহ সব বিশ্বসেরা ব্র্যান্ড এর ওয়াশিং মেশিন কিনতে এখানে ক্লিক করুন।
মাইক্রো ওয়েভ ওভেন
গৃহিনীরাই কেবল বুঝতে পারে মাঝে মাঝে একটি মাইক্রোওয়েভ ওভেন কত জরুরি হয়ে পরে। নিলাম দিচ্ছে কিস্তিতে সকল ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন কেনার সুযোগ।
ওয়াটার পিউরিফায়ার
বিশুদ্ধ পানির নাম জীবন। কিন্তু আমাদের এই যুগে বিশুদ্ধ পানি পাওয়া দুষ্কর। তাই ওয়াটার পিউরিফায়ার প্রতিটি ঘরের একটি আবশ্যিক পন্যে পরিণত হয়েছে। নিলামে সব গুলো টপ ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার পাবেন বাজারের সবচেয়ে কম দামে।
ইস্ত্রি
ইস্ত্রি বা আইরন আরেকটি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বৈদ্যতিক যন্ত্র। আমাদের কাপড় গুলোকে সুন্দর ও গোছানো রাখতে ইস্ত্রি একটি অত্যাবশ্যকীয় পন্য। এখন অনেক ব্র্যান্ডের আইরন বাজারে পাওয়া যাচ্ছে। তবে সব গুলো সেরা ব্র্যান্ডের আইরন এক প্ল্যাটফর্মে পেতে নিলামের ওয়েব সাইট ভিজিট করুন।
ব্লেন্ডার
ব্লেন্ডার আমাদের জীবনকে অনেক সহজ করেছে। আগেকার যুগে মশলা বাটার জন্য বা গুড়া করার জন্য অনেক ঝামেলা পোহাতে হতো। এখন ব্লেন্ডার দিয়ে নিমিশেই এগুলো করে নেয়া যাচ্ছে। তাছাড়া ও অনেক ধরণের জুসার দিয়ে বানানো যায় ফলের জুস। তাই ব্লেন্ডার সব বাসাতেই দেখা যায়। নিলামে আপনারা সব ব্র্যান্ডের, ভালো কোয়ালিটির ব্লেন্ডার পাচ্ছেন। তাই জীবনকে আরেকটু সহজ করতে আজই নিলাম থেকে ব্লেন্ডার অর্ডার করুন।
ওজন মাপার মেশিন
স্বাস্থ্য সচেতন মানুষের জন্য নিয়মিত ওজন মাপা খুব গুরুত্বপূর্ন। প্রতিদিন ওজন মাপার জন্য বাইরে যাওয়া বা অন্য কারো মেশিন ব্যবহার করা একটা বিরক্তিকর ব্যাপার। তাই নিজের জন্য নিলাম থেকে একটি ব্যাক্তিগত ওয়েট মেজারমেন্ট মেশিন কিনে নিন। এ ছাড়া আছে কিচেন ওয়েট মেশিন যা দিয়ে সহজেই ফলমুল, সবজি, মাংশ সহ অনেক কিছুর ওজন মাপা যাবে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.