| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে আমার শান্তির নিরিবিলি
সেখানেই শুনি তোমার পদধ্বনি।
তোমার কথাই ভাবিলাম বসে বসে
তখনই তুমি এলে অশরীরে।
ভাবনার সূত্র গেল ছিঁড়ে - কামভাব হলো
কোনটা বেশী কাম্য - মনে দ্বিধা এলো
মন বললো-
দেহ তো চাইনি - চেয়েছি কবিতা।
©somewhere in net ltd.