নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Lutful.Mirza

Lutful.Mirza › বিস্তারিত পোস্টঃ

প্রাগৈতিহাসিক অপেক্ষা...

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

রাতের প্রারম্ভে
একাকিত্বের নিকোটিন পোঁড়া
কুন্ডলী পাকানো ধোয়ায়
ভালোবাসা জুড়ে ভস্ম বিকট গন্ধে
ভারী হৃদয় প্রকোষ্টের লোকালয়,
বিশ্বাসের কতলে
দিশেহারা আবেগ
দাড়িয়ে শুন্য আকাশ তলে
হারিয়ে যাওয়ার অপেক্ষায়
নিরাশার অতলে।

নিশুতি রাতের
কোন এক ছান্দিক ক্ষনে,
ধ্রুপদী ভালোবাসার
নান্দনিক নৃত্যে
রক্ত নালীর কোষে কোষে
আলোড়ন উঠে হৃদয় জুড়ে,
তুমিময় রক্ত বিন্দুর প্রবাহে
ইট বালু আর সিমেন্টের
কংক্রিট গাঁথুনির ফাক গলে
চুইয়ে চুইয়ে বেড়িয়ে ছুটে
অনুভূতির মিছিল
ভালবাসার জয়ধ্বনি জপে।

কোন এক পড়ন্ত বিকেলে
ক্লান্ত রোদের সোনালী আভার
নরম স্পর্শে
যুগ দীর্ঘ আহবানে,
রইবে তোমার প্রত্যাবর্তনের প্রতিক্ষায়
সংলাপহীন সঙ্গতায়
আবেগ তরঙ্গের স্পর্শকাতর আলিঙ্গনে
প্রাগৈতিহাসিক অপেক্ষার অবসান ঘটিয়ে।

- লুৎফুল মির্জা। ( ১৩.০৩.২০১৫ )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.